মহানগর ডেস্কঃ বুধবার সকাল থেকেই চলছে দিল্লি পুরসভা নির্বাচনের গণনা। গণনার শুরু থেকেই এদিন এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। যত সময় যাচ্ছে বিজেপির সঙ্গে আপের ভোটের ব্যবধান ক্রমাগত বেড়েই চলেছে। মিলে যাচ্ছে সমীক্ষার ফলাফল। কয়েক রাউন্ড গণনা এখনও বাকি থাকা সত্ত্বেও পুরসভা নির্বাচনের ফলাফলে ক্রমাগত চাপ বেড়েই চলেছে বিজেপির।
এদিন গণনার শুরু থেকেই ১০৯ টি ওয়ার্ডে আপ, ১০৫ টি ওয়ার্ডে বিজেপি এবং ৯ টি আসনে এগিয়ে ছিল কংগ্রেস। তারপরেই বর্তমান ফলাফল অনুযায়ী দিল্লি পুরসভার ৭৫ টি আসনে আপ এবং ৫৫ টি আসনে বিজেপি জয়ী হয়েছে। এছাড়াও আরও ৬০ টি আসনে এগিয়ে রয়েছে কেজরির দল। কংগ্রেস পেয়েছে ৪ টি আসন। আরও ৫ টি আসনে এগিয়ে তারা। মোট ২৫০ টি ওয়ার্ডে চলছে গণনা। জয় এবং এগিয়ে থাকার বিচারে প্রথমেই রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর দল।
যে কোনও দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১২৬ টি আসন প্রয়োজন। আপাতত সেইদিকে এগিয়ে চলেছে আপ। সেই ম্যাজিক ফিগার পার করার আগেই অত্যন্ত আশাবাদী আপ। আনন্দে মেতে উঠেছেন আপ সমর্থকেরা। এলাকাজুড়ে বিলিয়ে দেওয়া হচ্ছে লাড্ডু। তাছাড়াও জয় উদযাপনের জন্য ফুলিয়ে রাখা হচ্ছে বেলুন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরেই স্পষ্ট হয়ে যাবে দিল্লি পুরসভা কার দখলে যেতে চলেছে।