Actor
টি-শার্টের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করলেন অনন্যা পাণ্ডে, এটাই লিখলেন…
মহানগর ডেস্ক: বলিউডের বেশ জনপ্রিয় দুটি মুখ আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। তাঁদের দুজনকে নিয়ে যেনো চর্চার কোনো শেষই নেই। বেশ কয়েকদিন ধরেই বলিউডে আলোচনা-পর্যালোচনা চলছে আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেম নিয়ে। তারকা জুটি কোথায় যাচ্ছেন,কখন কী করছেন? চর্চার শেষ নেই সেসব নিয়ে।অপরদিকে, অনন্যা ও আদিত্য প্রেম করলেও, কেউই পুরো ব্যাপারটি এখনই সামনে আনতে চান না।
চেপেও রাখতে পারছেন না আবার প্রকাশ্যে বলছেনও না। কিন্তু কতদিন আর চেপে রাখবেন।অনন্যা পাণ্ডে যেন এবারে টি-শার্টের মাধ্যমেই আদিত্য রায়কাপুরের প্রতি জানিয়ে দিলেন ভালোবাসা।অভিনেত্রীকে সম্প্রতি গোলাপি এই টি-শার্টে বিমানবন্দরে দেখা যায়। তাতেই নেটদুনিয়ায় শোরগোল ছড়িয়ে পড়েছে।
অনন্যাকে টি-শার্ট ও প্যান্ট পরে বিমান বন্দর থেকে বের হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে। অভিনেত্রীর টি-শার্টের বাম দিকের নিচে ছোট্ট একটি সাদা আয়তাকার জায়গায় কালো অক্ষরে লেখা কাপুর।নেটিজেনদের নজর এড়ায়নি লেখাটি ছোট হলেও। নেটিজেনদের মতে,অভিনেত্রী ছোট্ট শব্দেই প্রেমিক আদিত্যর প্রতি নিজের অনুরাগ ব্যক্ত করলেন।
গাড়ির মধ্যে থেকে উদ্ধার জনপ্রিয় নেতার দেহ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
মহানগর ডেস্ক: বিনোদন জগতে দুসংবাদ। জনপ্রিয় অভিনেতা বিনোদ থমাসের দেশ উদ্ধার করা হয়েছে কেরালার পাম্পাডির কাছে একটি হোটেলে পার্ক করা গাড়ির মধ্যে। অভিনেতাকে মৃত অবস্থায় গাড়ির ভিতরে পাওয়া গিয়েছে বলেই জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে বিনোদ থমাসের বয়স ছিল ৪৫। হোটেলের ম্যানেজমেন্টের কর্তারা জানিয়েছেন, একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাড়ির পাশে পার্ক করা একটি গাড়ির ভিতরে রয়েছে। সেই খবর পেয়েই পুলিশ আসে। পুলিশ জানিয়েছে, “আমরা তাকে গাড়ির মধ্যে খুঁজে পেয়েছিলাম এবং তাকে কাছের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ডাক্তাররা তাকে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।” দেহটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
বিনোদ থমাসের মৃত্যুর কারণ জানা যায়নি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গাড়ির এসি থেকে বিষাক্ত গ্যাস নিঃশ্বাস নেওয়ার কারণে মৃত্যুর কারণ হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ময়নাতদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। থমাস ‘আয়্যাপ্পানুম কোশিয়াম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভান্থ পাঠায়া’, ‘হ্যাপি ওয়েডিং’ এবং ‘জুন’ চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য পরিচিত।
মহানগর ডেস্ক: অভিনেত্রী গৌতমী তাদিমাল্লা বিজেপি ছেড়েছেন। তিনি দাবি করেছেন যে দলের সিনিয়র সদস্যরা এমন একজনকে সাহায্য করছেন যিনি তার সম্পত্তি নিয়ে প্রতারণা করেছেন।
অভিনেত্রী গৌতমী, ‘এক্স’ (পূর্রর টুইটর) তাঁর দুর্দশার কথা জানিয়ে বলেছেন, তিনি বিগত ২৫ বছর ধরে বিজেপির সদস্য ছিলেন এবং আন্তরিক প্রতিশ্রুতি দিয়ে কাজ করেছেন। গৌতমী দাবি করেছেন যে সি আলগাপ্পান নামে একজন ব্যক্তি তাঁর সঙ্গে ২০ বছর আগে বন্ধুত্ব করেছিলেন যাকে তিনি তার সম্পত্তি পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। অভিনেত্রী বলেছেন, “আমি তাকে আমার জমি বিক্রির দায়িত্ব দিয়েছিলাম এবং সম্প্রতি আমি আবিষ্কার করেছি যে সে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে এবং আমার মেয়েকে তার পরিবারের একটি অংশ গ্রহণ করার ভান করেছেন।”
একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া চলাকালীন, তিনি বুঝতে পেরে ভেঙে পড়েছিলেন যে তার দল তাকে সমর্থন করে না এবং কিছু সিনিয়র সদস্য আলগাপ্পানকে সাহায্য করছে। গৌতমীর অভিযোগ, “এটা বুঝতে পেরে যে সমর্থনের সম্পূর্ণ অভাব রয়েছে এবং তদুপরি, বিজেপির বেশ কয়েকজন সিনিয়র সদস্য এফআইআর দায়ের করার পরেও গত ৪০ দিন থেকে আলগাপ্পনকে ন্যায়বিচার এড়াতে এবং পলাতক করতে সক্ষম করে চলেছেন।” তবে অভিনেত্রী এখনও আশা করছেন যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, পুলিশ বিভাগ এবং বিচার ব্যবস্থা তিনি যে ন্যায়বিচার চান তা প্রদান করবে।