মহানগর ডেস্ক: জননিয়ন্ত্রণ সংক্রান্ত কোনও আইনকে সমর্থন করবেন না এআইএমআইএম (AIMIM) প্রধান। আসাদ উদ্দিন ওয়েইসি (Assaduddin Owaisi) জানিয়েছেন, কেন্দ্র যদি আইন আনে দুইয়ের বেশি সন্তান নেওয়া যাবে না, তবে তার তীব্র বিরোধিতা জানানো হবে। তাঁর বক্তব্য, এরকম ধরনের কোনও আইন আসলে ভারতও চিনের মতোই ভুল করে বসবে। ২০৩০-এর মধ্যেই এদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু এমন কোনও আই আনা উচিত হবে না।
ওয়েইসির কথায়, ‘যে ভুল চিন করেছে তা করা উচিত নয় ভারতের। দুই সন্তান আইনকে সমর্থন করব না আমি। মোদি সরকারও এমন কোনও আইন আনার কথা ভাবছে না। স্বাস্থ্যমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে এমন কথা বলেছেন’। দেশে ক্রমশ বাড়তে থাকা জনসংখ্যা নিয়ে তিনি বলেছেন, এখন দেশের সার্বিক জন্মহার কমছে। ২০৩০-এর মধ্যেই জনসংখ্যা নিয়ন্ত্রণে চলে আসবে।
পাশাপাশি মোহন ভাগবতকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নিয়ম করে রোজ জনসংখ্যা নিয়ে কথা বলতে গেলে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ি থাকেন আপনি। তার চেয়ে এটা বলুন গত ৮ বছরে মোদি সরকার যুব সম্প্রদায়ের জন্য কী করেছে? বেকারত্ব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতে বহু ধর্ম রয়েছে। কিন্তু আরএসএস চায় দেশে একটা ধর্ম, একটা সংস্কৃতি, একটা ভাষাই থাকবে। কিন্তু এটা হবে না। কারণ ভারত বহু সংস্কৃতির দেশ’।
সম্প্রতি AIMIM প্রধান দাবি করেন, মুসলিমরাই দেশে সবচেয়ে বেশি গর্ভনিরোধক ব্যবহার করেন। ফের আবার দেশের জনসংখ্যা নিয়ে মুখ খুলেছেন তিনি। দু’দিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নাম না নিয়ে মুসলমানদের দিকে আঙুল তুলেছিলেন। তাতে যোগীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন ওয়েইসি। এরপর এদিন আরএসএস প্রধান মোহন ভাগবতকে এক হাত নিয়েছেন হায়দরাবাদের সাংসদ।