মহানগর ডেস্ক : এক জীবন বীমার কর্মচারী কমিটির পক্ষ থেকে জন্য এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছিল রবিবার। সেখানেই উপস্থিত মিডিয়ার সামনে মেয়েকে নিয়ে কথা বললেন শিখা শর্মা। কথা বলতে বলতে চোখের জল ধরে রাখতে পারছিলেন না তিনি। ১৫ দিন হয়েছে ঐন্দ্রিলা শর্মা চলে গিয়েছেন না ফেরার দেশে। হাজার চিকিৎসা হাজার লড়াইকে থামিয়ে দিয়ে আজ শান্তির ঘুমে ঐন্দ্রিলা। তবে মেয়ের চলে যাওয়ার শোক কি এত সহজে কাটিয়ে ওঠা যায়? না। তার পরিবারের উপস্থিতিতেই তা প্রমাণিত।
তার মায়ের কথা অনুযায়ী, বিধির সঙ্গে দড়ি টানাটানিতে হেরে গেলাম। ছটফটে মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। সবাই সবার জায়গায় ফিরবেন জানেন। আমার বাবা মা বড্ড সাদাকালো হয়ে গেলাম। ও যেন পরের জন্মে সুস্থ জীবনটা পায়। অনেক কষ্ট করলো তো রোগভোগে। এরপরই অভিনেত্রীর মায়ের কাছে প্রশ্ন করা হয় সব্যসাচীকে নিয়ে। উত্তরে তিনি বলেন,’ ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই। আছে নিজের মতো করে’।
উল্লেখ্য অভিনেত্রীর মৃত্যুর পরেই সোশ্যাল মাধ্যম থেকে বিদায় নিয়েছেন সব্যসাচী। প্রথমে ফেসবুক তারপর ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলেছেন নিজের প্রোফাইল। এমনকি ঐন্দ্রিলার অবস্থা গুরুতর হতে এটার মৃত্যুর আগের দিন রাতে মুছে ফেলেছিলেন ঐন্দ্রিলাকে নিয়ে পোস্ট করা যাবতীয় পোস্ট। এর মাঝেই রটে যায় অসুস্থ সব্যসাচী। যদিও সেই খবরের প্রতিবাদ জানিয়ে বিরক্ত প্রকাশ করেছেন তার বন্ধু সৌরভ দাস।