মহানগর ডেস্ক : এই মুহূর্তে আলিয়া ভাট তার মাতৃত্বের মুহূর্ত ভালোই কাটাচ্ছেন। সেইসঙ্গে টুকটাক ফটোশুটের কাজ করে যাচ্ছেন তিনি। অর্থাৎ একেবারে বসে থেকে আরাম করতে নারাজ তিনি। তার সর্বশেষ বক্স অফিস রিলিজ ব্রহ্মাস্ত্র। বলাবাহুল্য এই ছবি এখনো বক্সঅফিসে লক্ষ্মী লাভ করে চলেছে। তবে আলিয়া- রণবীর কিন্তু তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে পুরোপুরি তৈরি।
কিছুদিন আগে রণবীরের বাড়িতেই অনুষ্ঠিত হয়ে গেল আলিয়ার সাধের অনুষ্ঠান। তবে জানেন কি আলিয়া এবং রণবীরের সন্তান কোথায় জন্ম নিতে চলেছে? এই দেশের মাটিতেই নাকি বিদেশে কোন স্বপ্নের জায়গায়? তাহলে বলে রাখি এখানে নবদম্পতি এখনো সিদ্ধান্ত নিয়েছেন। তাদের সন্তান জন্ম নিতে চলেছে দক্ষিণ মুম্বাইয়ের এইচ.এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে। নিশ্চয়ই ভাবছেন হঠাৎ এখানে কেন। এত হাসপাতাল থাকতে কেন দক্ষিণ মুম্বাইয়ের এই বিশেষ হাসপাতালকে বেছে নিলেন দম্পতি? তাহলে বলে রাখি এই সেই হাসপাতাল যেখানে ঋষি কাপুর তার জীবনের শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। সে কারণে নিজের বাবার শেষ স্মৃতি জড়িয়ে রয়েছে যেখানে এখান থেকেই নিজেদের জীবনের অন্য অধ্যায় শুরু করতে চান রণবীর-আলিয়া।
সূত্রের খবর অনুযায়ী, নভেম্বর না হলে ডিসেম্বর যেকোনো একটা সময় আলিয়া জন্ম দিতে পারেন তার সন্তানের। যদিও এই মুহূর্তে রুপোলি পর্দা থেকে বিদায় নিয়েছেন তিনি। তবে মাস কয়েক আগে পর্যন্ত সেরেছেন ছবির কাজ। এমনকি হলিউড ছবি হার্ট অফ স্টোনেও কাজ করেছেন তিনি।