মহানগর ডেস্ক: আজ পুজোর শেষ দিন। মহানবমী, রাত পোহালেই বিজয় দশমী। গোটা পুজোটাই কেটেছে কম-বেশি বৃষ্টির মধ্যেই। কিন্তু আজ পুজোর শেষ দিন কেমন থাকবে শহরের আবহাওয়া? সকাল থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শহরবাসীর মনে (Weather Update)।
আজ মঙ্গলবার মহানবমীর দিন শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৮৫ শতাংশ। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে, আজও শহরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।
ওদিকে, পাহাড়েও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুর-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এদিন। এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ে এদিন ভারী বৃষ্টি দেখা যাবে।