মহানগর ডেস্ক : বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার। ওই আসনে বিজেপিকে মাত দিতে তৃণমূলের তুরুপের তাস এবার পুলিশ কর্তা। শোনা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বালুরঘাট রেঞ্জের আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়। যদিও তাঁর অবসর নিতে এখনও প্রায় পাঁচ বছর বাকি। কিন্তু এখনই স্বেচ্ছাবসর নিতে চেয়ে আবেদন করেন রাজ্য সরকারের কাছে। সবকিছু ঠিকঠাক থাকলে সুকান্তর বিপরীতে তাকে প্রার্থী করতে পারে তৃণমূল।
প্রসঙ্গত, সুকান্ত মজুমদার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়, দুজনের কাছেই বালুরঘাটের আনাচ কানাচ চেনা।প্রসূনবাবু চেনেন পুলিশ হিসাবে তাঁকে এই জেলা ঘুরে দেখতে হয়েছে বলে। আর সাংসদ হিসাবে এলাকায় ঘুরেছেন বলে চেনেন সুকান্ত মজুমদার।সূত্রের খবর, সম্প্রতি প্রসূনবাবু নবান্নে স্বেচ্ছাবসরের আর্জি পাঠিয়েছেন। তাতে শুধু সবুজ সংকেত পড়ার অপেক্ষা।
উল্লেখ্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিঃসন্দেহে একজন হেভিওয়েট প্রার্থী। এদিকে পুলিশ কর্তা যদি প্রার্থী হন তিনিও হবেন হেভিওয়েট প্রার্থী। ফলে দুই হেভিওয়েটের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয় সেটাই দেখার অপেক্ষায় বঙ্গবাসী।