মহানগর ডেস্ক: একেবারে নৃশংস। গুজরাতে দশ বছরের এক বালকের হামলা চালিয়ে তাকে মেরে ফেলল বানর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গুজরাতের গান্ধীনগরের সাল্কি গ্রামে। হিংস্র হয়ে ওঠা বানরটি নখ দিয়ে আঁচড়ে কামড়ে বালকের পাকস্থলি,ক্ষুদ্রান্ত ছিড়ে ফালাফালা করে দেয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বন আধিকারিকরা জানিয়েছেন হামলার ঘটনাটি ঘটে দেহগাম তালুকে একটি মন্দিরের কাছে। বানরের হামলায় গুরুতর জখম দীপক ঠাকোর নামে বালকটিকে হাসপাতালে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। পুলিশ জানিয়েছে দীপক নামে বালকটি মন্দিরের কাছে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। সেসময় একদল বানরের সামনে সে পড়ে যায়। বানরের দল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। আঁচড়ে কামড়ে তার চামড়া ছিড়ে তার দেহে নখ বসিয়ে দেয়। বন আধিকারিক জানিয়েছে বানরের হামলায় বালকটির ক্ষুদ্রান্ত ছিন্নভিন্ন হয়ে যায়। তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই নিয়ে এটি এক সপ্তাহের মধ্যে বানরের দলের তৃতীয় হামলা বলে আধিকারিক জানিয়েছেন।
বন আধিকারিক জানিয়েছেন গ্রামে বানর ধরার চেষ্টা চালানো হচ্ছে। গত এক সপ্তাহে দুটি বানরকে উদ্ধার করা হয়েছে। এ গ্রামে বেশ কিছু বানর রয়েছে। তাদের মধ্যে দুটি খুবই হিংস্র। বানরগুলিকে ধরার জন্য খাঁচা পাতা হয়েছে। এর আগে মধ্যপ্রদেশে একটি বানরকে ধরার জন্য একুশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বানরদের খুঁজে বের করতে ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে।