মহানগর ডেস্ক, নয়া দিল্লি: শুক্রবার সন্ধ্যায় দিল্লির বৃহত্তম পাইকারী সব্জির বাজার আজাদ মান্ডিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আধিকারিকদের মতে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর মোট ১১ টি দমকল টেন্ডার ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বিকেল ৫.২০ মিনিট নিগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
দিল্লির আজাদ মাণ্ডি শুধু ভারতের নয়, এশিয়ার বৃহত্তম পাইকারী বাজার। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আপাততঃ কোনও হতাহতের খবর নেই। কর্মকর্তারা জানিয়েছেন, টমেটো বিক্রেতার দোকানের পেছনে আবর্জনার স্তূপে আগুন লেগেছে বলে সন্দেহ করছেন তারা।