মহানগর ডেস্কঃ ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম এবং টেলিভিশন আর্টস এর মঞ্চে দীপিকা পাড়ুকোন। ২০২৪ অ্যাওয়ার্ডসের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন বলিউড অভিনেত্রী। আন্তর্জাতিক মঞ্চে দীপিকার ভারতীয় সাজ আলাদা করে নজর কেড়েছে। ৮ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হল ৭৭ তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৪। দীপিকা পাডুকোন (Deepika Padukone) এদিন দ্য জোন অফ ইন্টারেস্টের অভিনেতা জোনাথন গ্লেরাজাকে ইংরেজি নয় অন্য ভাষায় সেরা চলচ্চিত্রের জন্য পুরস্কার প্রদান করেন।
ছিমছাম গয়না আর গর্জাস মেক-আপে চিরাচরিত ভঙ্গিতে রীতিমতো ঝলমল করছিলেন দীপিকা।
ভারতের তারকা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সোনালি রঙা শাড়িতে হিরের মতো তার রূপ ঠিকরে বেরোচ্ছিল।
দেশ থেকে অনুষ্ঠানের মঞ্চে ডাক পেয়েছিলেন। এটা সত্যিই ভারতবাসীর জন্য এক দারুণ গর্বের মুহূর্ত!
বাঙালি ডিজাইনার সব্যসাচীর তৈরি শিমারি শাড়ি ও ব্যাকলেস ব্লাউজ, চুলে মেসি বান, চোখে মোটা করে কাজল, দীপিকার এই লুকস থেকে নজর সরানো বেশ কঠিন। সেই ওম শান্তি ওম এর স্মৃতি ফিরে এল ভক্তদের মনে।
The Zone of Interest takes home the Film Not In The English Language BAFTA ❤️ #EEBAFTAs pic.twitter.com/X2ltOCPzdd
— BAFTA (@BAFTA) February 18, 2024
বাফটা, গোল্ডেন গ্লোবস জিতে বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া অভিনেতার পাশে মঞ্চে দ্যুতি ছড়ালেন ভারতীয় সুন্দরী দীপিকা পাড়ুকোন। রবিবার রাতে সমাজ মাধ্যমে শোরগোল ফেলে দেয় বলিউড ডিভার এই ভিডিও ক্লিপ। দেখুন।
https://x.com/Sassymessy21/status/1759401279976059073?t=jj2zVjUuw9MoTJg0jt6_bg&s=09