মহানগর ডেস্ক: নিয়োগ মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করছে না সিবিআই! কিন্তু কেনো? এবার সেই প্রশ্নই তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানিক ভট্টাচার্যের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের বোঝাপড়া হয়েছে কিনা সেই নিয়েও সন্দেহ প্রকাশ করলেন তিনি।
মানিক ভট্টাচার্যকে প্রাথমিক টেটের ওএমআর শিট নষ্ট করার মামলায় কেনো জেরা করছে না সিবিআই? সোমবার এই প্রশ্ন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের আইনজীবী জানান, সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বারণ করেছে।তিনি মনে করিয়ে দেন, এই মামলায় সুপ্রিম কোর্ট মানিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে বিধিনিষেধ আরোপ করেনি।
আরও পড়ুন: Walking Mango Tree: বিশ্বাস করুন বা নাই করুন, এই আম গাছ কিন্তু মানুষের মতো হাঁটতে পারে!
মানিকের মামলায় তদন্তের অগ্রগতি কতদূর হলো সেই নিয়ে সিবিআই এর আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থাকে দুপুর ২টোর মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেন তিনি। জমা দেওয়া রিপোর্টে বেশ কয়েক জন সন্দেহভাজন নেতাদের নাম রয়েছে। সিবিআইয়ের আইনজীবী বলেন, অনেক প্রভাবশালী নেতা, বিধায়ক, মন্ত্রী এবং জনপ্রতিনিধির নাম তালিকায় উঠে এসেছে। যা দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘এ তো সব মহাপুরুষের নাম!’’
২০১৪ সালের OMR শিট কার নির্দেশে কিভাবে নষ্ট করা হলো, সেই নিয়ে আদালতকে সেরকম সদুত্তর দিতে পারেননি মানিক। আদালত তদন্তের নির্দেশ দিলে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্য। এরইমধ্যে, মানিককে পাঁচ বার জিজ্ঞাসাবাদ করলেও আদালতের নির্দেশ মেনে দু’বার ভিডিও রেকর্ড করা হয়। বাকি তিনবারের কোনো ভিডিও নেই। সিবিআইয়ের প্রশ্নের উত্তরে মানিকের জবাব এবং স্বাক্ষর কিছুই নেই। তাই তাই সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।