মহানগর ডেস্কঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ক্রমাগত এগিয়ে আসছে। আর এই নির্বাচনে জিততে কোমর বেঁধে প্রস্তুত হচ্ছে রাজ্যের গেরুয়া শিবির। ভারতীয় জনতা পার্টির তুরুপের তাস হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। রাজ্যের বিভিন্ন জেলায় দলের হয়ে কর্মসূচী গ্রহণ করবেন মিঠুন চক্রবর্তী। সেই মত মঙ্গলবার বিমানবন্দরে এসে পৌঁছেছেন মিঠুন চক্রবর্তী। একাধিক কর্মসূচী থাকার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী যে তিনি কাজও করতে চলেছেন, সে বিষয়ে এদিন উল্লেখ করেন বিজেপি নেতা।
গেরুয়া শিবির শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের ফ্রন্টে রেখে ঘুঁটি সাজিয়ে চলেছে। নির্বাচনে বিজেপির তরফে মূল আকর্ষণই মিঠুন চক্রবর্তী হতে চলেছেন, তা বলাই বাহুল্য। আগামী ২৭ নভেম্বর অনুব্রত মণ্ডলের ‘গড়’ বোলপুরে সভা করতে চলেছেন মিঠুন। এটা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।
গত বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে পরাজয়ের পর থেকে একের পর এক ধাক্কা খেয়ে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এক্ষেত্রে একাধিক উপনির্বাচনে পরাজয়ের পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন অনেকেই। তবে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াতে তৎপর গেরুয়া শিবির। বুথ স্তরের সংগঠনকে মজবুত করার দিকে নজর বিজেপি নেতা মন্ত্রীদের। সেই বিষয় কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মিঠুন চক্রবর্তীর উপর, এমনটাই খবর।
বর্তমানে গরু পাচার মামলায় জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। অতীতের নির্বাচনগুলিতে অনুব্রতর নজরদারিতে হয়ে এসেছে বীরভূমের ভোট। বর্তমানে প্রভাবশালী নেতা জেল হেফাজতে থাকায় সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। এবার মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোটের হাওয়া কোনদিকে ঘোরে সেটাই আপাতত দেখার।