মহানগর ডেস্ক: রাজ্য সরকার ঘোষণা করল ‘বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৩’ । সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার এবং সেরা থিম সং বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে। কোন বিভাগে কোন পুজো পুরস্কার পেল চলুন দেখে নেওয়া যাক:
কলকাতার ৩৭টি পুজো কমিটি সেরার সেরা বিভাগে পুরস্কৃত,দেখে নিন তালিকা:
বড়িশা ক্লাব
হাতিবাগান সর্বজনীন
যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি
৬৬ পল্লি ক্লাব
বাদামতলা আষাঢ় সংঘ
৪১ পল্লি ক্লাব
ভবানীপুর ৭৫ পল্লি
রাজডাঙা নব উদয় সংঘ
বডিগার্ড লাইনস্ আবাসিক দুর্গাপূজা কমিটি
কলেজ স্কোয়্যার
কাশী বোস লেন সর্বজনীন
ঠাকুরপুকুর এস বি পার্ক
আলিপুর আমরা সবাই
মুদিয়ালি ক্লাব
বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব।
গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব সর্বজনীন দুর্গোৎসব কমিটি
সমাজসেবী সংঘ
নাকতলা উদয়ন সংঘ
শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব সমিতি
যোধপুর পার্ক ৯৫ পল্লি দুর্গোৎসব কমিটি
আলিপুর সর্বজনীন
বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
নেতাজি কলোনি সর্বজনীন দুর্গোৎসব (লো ল্যান্ড)
নপাড়া দাদাভাই সংঘ, বরানগর
কামডহরি সুভাষপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি
দমদম পার্ক তরুণ সংঘ পূজা কমিটি, লেকটাউন
চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসবঅবসর সর্বজনীন দুর্গোৎসব সমিতি
দমদম পার্ক তরুণ দল পূজা কমিটি, লেকটাউন
২৫ পল্লি ক্লাব, খিদিরপুর
সুরুচি সংঘ
চেতলা অগ্রণী ক্লাব
টালা প্রত্যয়
ত্রিধারা অকালবোধন
কালীঘাট মিলন সংঘ
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
বেহালা নতুন দল
একডালিয়া এভারগ্রিন
দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপূজা (ঐকতান)
হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গাপূজা কমিটি
বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
১৮টি পুজো কমিটি সেরা ভাবনা বিভাগে পুরস্কৃত:
ভারতচক্র পূজা কমিটি, লেকটাউন
এ.কে.ব্লক অ্যাসোসিয়েশন, বিধাননগর
কোলাহল গোষ্ঠী দুর্গাপূজা কমিটি
বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব
চালতাবাগান সর্বজনীন
কামডহরী পূর্বপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি (পঞ্চদুর্গা)
রামমোহন সম্মিলনী
নবপল্লি সংঘ সর্বজনীন দুর্গোৎসব
বেলেঘাটা ৩৩ পল্লি
কালীঘাট কিশোর সংঘ
দমদম নবপল্লি স্পোর্টিং ক্লাব
চালতাবাগান লোহাপট্টি
নলিনী সরকার স্ট্রিট সর্বজনীন
বোসপুকুর তালবাগান সর্বজনীন
বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি
৭৬ পল্লি সর্বজনীন দুর্গোৎসব
সি.ই.ব্লক, সল্টলেক
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি
২৩টি পুজো কমিটিকে বিশেষ পুরস্কার বিভাগে পুরস্কৃত করা হয়েছে:
ফাল্গুনী সংঘ
সংঘশ্রী
বালিগঞ্জ ২১ পল্লি সর্বজনীন দুর্গোৎসব সমিতি
আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি
ভবানীপুর ৭০ পল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (শীতলা মন্দির)
পেয়ারাবাগান সর্বজনীন দুর্গা উৎসব (বাটাম ক্লাব)
গোলমাঠ দুর্গাপূজা সমিতি
ভবানীপুর স্বাধীন সংঘ
৬২ পল্লি হরিশ মুখার্জী রোড
ভবানীপুর মুক্তদল
ফরওয়ার্ড ক্লাব
শান্তিপল্লি পূজা কমিটি
হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব
ক্যানাল রোড সমাজসেবী সমিতি
প্রত্যাপাদিত্য ত্রিকোণ পার্ক
পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘ
পর্ণশ্রী সাউথ ব্লক ক্লাব
সাবর্ণপাড়া বড়িশা সর্বজনীন
খিদিরপুর যুবক সংঘ
বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, হরিদেবপুর
শ্যামাপল্লি শ্যামা সংঘ
৬৮ পল্লি সর্বজনীন দুর্গাপূজা কমিটি
চেতলা অকালবোধন