মহানগর ডেস্ক: কিছুদিন আগে যোগী-রাজ্যের এক প্রধান শিক্ষকের প্রাথমিক ক্লাসের পড়ুয়াদের সামনে মদ্যপ অবস্থায় নগ্ন হয়ে ঘুমোনোর ভিডিও ভাইরাল হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার উত্তরাখণ্ডের চামোলির এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে নাবালক পড়ুয়াদের অশালীন কার্যকলাপে উস্কানি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল জেলা প্রশাসন। প্রধান শিক্ষকের কুকীর্তির কথা একাধিক পড়ুয়া জানিয়েছে। তাদের অশালীন কাজকর্ম করতে বাধ্য করা হয়েছিল বলে পড়ুয়ারা জানায়। এক পড়ুয়া জানায় প্রধান শিক্ষক তার শরীরের আপত্তিকর অংশে স্পর্শ করে।
পড়ুয়ার দাবি প্রধান শিক্ষক তাকে অশ্লীল কার্যকলাপে প্রশ্রয় দিয়েছিলেন। সে প্রধান শিক্ষককে বারবার এসব করতে বারণ করলেও কখনও তিনি শোনেননি বলে জানিয়েছে পড়ুয়াটি। একবার ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। বাকিরা দরজা জোর করে খুলে দিয়েছিল। পড়ুয়ার দাবি প্রধান শিক্ষক সবসময় অশ্লীল ভাষায় কথা বলতেন। তাকে ভিডিওয় অশ্লীল ভিডিও-ও দেখান। এক ছাত্রীর অভিযোগ প্রধান শিক্ষক তাকে জোর করে চুমু খেয়েছিলেন।
ছাত্রীটির দাবি সে যখন দুধ দিতে গিয়েছিল তখন প্রধান শিক্ষক তাকে টানতে টানতে কাছে নিয়ে এসে চুমু খান। তিন দিন ধরেই ওই কাণ্ড ঘটান তিনি। জেলা শাসক হিমাংশু খুরানা এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং শিক্ষা দফতর ও পুলিশকে দ্রুত পদক্ষেপ করতে বলেছেন। এরপর শিক্ষা দফতর প্রধান শিক্ষককে সাসপেন্ড করে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।