মহানগর ডেস্কঃ আজ দিনের শুরুতেই কলকাতার আকাশের মুখ বেশ ভার। শীত নিজেকে গুটিয়ে নিয়েছে এবং বসন্তের আগমন ঘটার মধ্যেই বেশ কয়েকদিন ধরেই আবহাওয়া রূপ বদলাচ্ছে। একদিন গরম একদিন ঠাণ্ডা আবার কখনও হচ্ছে বৃষ্টি। বেশকিছু জায়গায় মাঝারি বৃষ্টি, আবার কোথাও ঝেঁপে বৃষ্টি হয়েছে। হালকা হাওয়া বইলেও ভ্যাপসা গরম রয়েছে যার জেরেই হচ্ছে অস্বস্তি বোধ। এর মধ্যেই ফের ঘূর্ণাবতের খবর শোনাল হাওয়া অফিস।
আজ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা । আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় অশনি সঙ্কেত জারি করা হয়েছে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে আজ পশ্চিমবঙ্গ সহ সিকিম, ঝাড়খণ্ড, বিহারে বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। এমনকি দক্ষিণবঙ্গের বেশকয়েক প্রান্তে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারার সম্ভাবনা আছে । আবহাওয়া দফতরের রিপোর্টে জানানো হয়েছে, উত্তর-পূর্ব অসম এ ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। আবার উত্তর বাংলাদেশেও তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অপরদিকে, উত্তর-পূর্ব ভারতের দিকে ক্রমশ এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, আবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে।
আজ থেকে শুরু করে ৪-৫ দিন রাজ্যে বৃষ্টির ঝোড়ো হওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৫সে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের একাধিক প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাজ পড়তে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টি কম্লে হু হু করে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।