মহানগর ডেস্ক: মঙ্গলবার রাজধানীতে কংগ্রেস (Congress) নেতাদের বিক্ষোভের সময়, তাঁদেরকে আটকানোর চেষ্টা করে পুলিশ। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এই আবহে নেট মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে যুব কংগ্রেসের প্রধান বিভি শ্রীনিবাসকে (BV Srinivas) পুলিশের মারধরের চিত্র ফুটে উঠেছে। এমনকি তাঁর চুলের মুটি ধরে তাঁকে গাড়ির ভেতর ঠেলে দেওয়ার চেষ্টা করেছে দিল্লি পুলিশ।
প্রসঙ্গে শ্রীনিবাস চিৎকার করে জানিয়েছেন, “আমাকে আঘাত করা হয়েছে, চুল টানা হয়েছে আমার”। এদিন ভিডিওটি অনেক কংগ্রেস নেতা শেয়ার করেছেন এবং প্রতিবাদকারীদের উপর পুলিশ অত্যাচার চালিয়েছে বলে নিন্দা করেছেন। মূলত ভিডিওটিতে দেখা গিয়েছে, যুব কংগ্রেসের প্রধানকে ঠেলেঠুলে গাড়িতে ঢোকাচ্ছে পুলিশ। সেইসঙ্গে তাঁর চুল ধরেও টানা হয়েছে। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওতে দৃশ্যায়িত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের বক্তব্য, “আমরা কর্মীদের সনাক্ত করার চেষ্টা করছি। তারপরই তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে”। মূলত এই দিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিক্ষোভের নেতৃত্ব দেন। তাতে দলের অনেক নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে এবং মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও জিএসটির মতো অন্যান্য ইস্যুর প্রতিবাদে বিক্ষোভ জারি ছিল।
রাষ্ট্রপতি ভবনে তাঁদের পদযাত্রার জন্য সংসাদদেরকে একটি নির্দিষ্ট রাস্তায় জড়ো করা হয়েছিল। বিপুল সংখ্যক পুলিশ সদস্য তাঁদের আটক করে বাসে তুলে দেয়। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী কিছুক্ষণের জন্য রাস্তায় বসে ছিলেন। এদিকে কংগ্রেস নেতার চুল ধরে টানাটানির ভিডিও ভাইরাল হতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।