মহানগর ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার ভোট দান নিয়ে বিশেষ পরামর্শ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। দেব-দেবী দেখে ভোয় নয় বলে সাধারণ মানুষকে সতর্ক করেছেন তিনি। তাঁর দাবি, চলচ্চিত্র অভিনেতাদের বোড়ে করে ভোট বৈতরণী পার করে তৃণমূল। এভাবে সাধারণ মানুষকে ঠকাচ্ছে রাজ্যের শাসক দল।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ঘাটালের সাংসদ দেব রাজনীতি ছেড়ে দেবেন বলে বিস্তর জল্পনা চলছিল। এদিকে সন্দেশখালির ঘটনায় কেন ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়ালেন না বসিরহাটের সাংসদ নুসরত জাহান, সেই নিয়েও প্রশ্ন উঠেছিল বিরোধী মহল থেকে। নুসরত এক্স হ্যান্ডেলে সাফ জানান যে তার দল তৃণমূল কংগ্রেসই তাকে ঘটনাস্থলে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে উত্তপ্ত এই পরিস্থিতিতে।
নুসরতের সাফাইয়ের পাল্টা মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তোপ দাগেন দিলীপ ঘোষ। বলেন, ”তাহলে নুসরত কেন লোকের ভোট চেয়েছিলেন? মানুষ ওনাকে ভরসা করে ভোট দিয়ে সাংসদ করেছেন। আর উনি কিছুই জানেন না? কোন জগতে থাকেন? সংসদেও যান না, নিজের সংসদীয় এলাকাতেও যান না। লোকে ওনাকে খুঁজছে। আর তৃণমূল এই ধরণের লোকেদের নিয়ে এসে মানুষকে ধোকা দিয়েছে। তারা এখন আর ভোটে দাঁড়াতে চাইছেন না। কারণ তাঁদের জীবনযাত্রা রাজনীতির সঙ্গে মেলে না। তারা যে কাজ করেন সেটা ২৪ ঘণ্টার পেশা। রাজনীতিও ২৪ ঘণ্টার কাজ। তাদের মুখ দেখিয়ে ভোট নিচ্ছে তৃণমূল কংগ্রেস আর মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করছে’।”