মহানগর ডেস্ক : মানসিক অবসাদ! সরকারি হাসপাতালের চিকিৎসকের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার কোয়ার্টার মধ্যে থেকেই। ঘটনাস্থল ডায়মণ্ডহারবার। ডায়মন্ডহারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন নিহত। মৃতের নাম কল্যাণাশীষ ঘোষ।
রবিবার গভীর রাতে পরিবারের সঙ্গে ফোনে কথা হয় তার। তারপরই পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিস্তারিত জানানো হয় বলে জানা যাচ্ছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পেয়ে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সদ্যই মাতৃহারা হয়েছেন ওই চিকিৎসক। সোমবার শ্রাদ্ধানুষ্ঠানের আগেই চরম পথ বেছে নিলেন ছেলে।