মহানগর ডেস্ক : চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ডায়মণ্ড হারবার।অভিযুক্তদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে এ বার গর্জে উঠলেন ডায়মন্ড হারবারের বাসিন্দারা। প্রাণকেন্দ্র স্টেশন মোড় ও ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর-সহ বিভিন্ন জায়গায় অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে দেওয়ালে দেখা গেল পোস্টার। জনকল্যাণ সমিতির নাম করে সেই পোস্টার দেওয়ালে সাঁটানো হয়েছে।
প্রসঙ্গত, মার্চের ৩ তারিখ গভীর রাতে ডায়মণ্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টার থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ। নিহতের নাম কল্যাণাশিস ঘোষ। বয়স ৪৫। পরে হুগলির কোন্নগরের বাসিন্দা চিকিৎসকের মেয়ের অভিযোগের ভিত্তিতে ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।চিকিৎসকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া এক মহিলা রিয়া দাস ও তার স্বামী অভিজিৎ দাস-সহ তাদের ঘনিষ্ঠ বন্ধু, কলকাতা পুলিশের কনস্টেবল বাঁকিবিল্লা বোরহানিকেও গ্রেফতার করে পুলিশ।ধৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
জানা যাচ্ছে, নিহত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন। সম্পর্কের জালে তাকে জড়িয়ে দিনের পর দিন শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে লাগাতার ব্ল্যাকমেল করে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের প্রত্যককে গ্রেফতারের দাবি তুলেছে ডায়মণ্ড হারবারের জনকল্যাণ সমিতি।