মহানগর ডেস্ক : ফের বিতর্কিত তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দিলো ইডি আধিকারিকরা৷ বুধবার সকাল বেলাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফেরার তৃণমূল নেতার বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা ৷ এদিন ও তাঁরা গিয়ে দেখতে পান বাড়ির সদর দরজায় তালা ঝুলছে ৷ তারপরই তালা ভেঙে বাড়িতে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ এদিন কোনো প্রতিকূল পরিস্থিতি তে পরতে হয়নি ইডি আধিকারিকদের। এদিনের অভিযান ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
প্রসঙ্গত গত ৫-ই জানুয়ারি সন্দেশখালির ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির বাড়িতে হানা দিতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিলো ইডি অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এর পর থেকেই পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। ১৮ দিন পার হয়ে গেলেও তাঁর হদিশ পায়নি রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।
এরপর হাইকোর্টে নিজের আইনজীবী মারফত আবেদন করলেও তৃণমূল নেতার টিকি দেখা যাইনি ৷ যদিও শাহজাহান প্রসঙ্গে এখনো মুখ খোলেনি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। কোথায় আছে শেখ শাহজাহান সেই নিয়ে বিস্তর জল্পনার মাঝে আজ ২৪শে জানুয়ারি সাতসকালে ফের সন্দেশখালিতে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হানা দিল ইডি ৷ তালা ভেঙে আধিকারিকরা বাড়িতে ঢুকেছেন৷ আপাতত চলছে তল্লাশি ৷ রেশন দুর্নীতি মামলার তদন্ত কোন দিকে যাচ্ছে তার একটা বড় উত্তর দিতে পারে আজকের এই তল্লাশি অভিযান।