মহানগর ডেস্ক : আর্থিক তছরূপের অভিযোগে এবার ইডির সপ্তম সমন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে হাজিরার নির্দেশ দিয়ে বৃহস্পতিবার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
প্রসঙ্গত, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি কেজরিরে ষষ্ঠতম সমন জারি করেছিল ইডি এই আর্থিক দুর্নীতি মামলায়। দিল্লি আবগারী নীতি ২০২১-২২ মামলায় আপ সুপ্রিমোকে ১৯ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছিল।
২ ফেব্রুয়ারি পঞ্চম সমন এড়ানোর পর কেজরির জন্য নতুন সমন জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু পর পর পাঁচটি সমন এড়িয়ে যান কেজরি। গোটা ঘটনাকে অবৈধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করেন তিনি। এখন দেখার সপ্তম সমনে কেজরি ইডির দফথরে হাজিরা দেন কিনা।