মহানগর ডেস্ক, চেন্নাই: শনিবার চেন্নাইয়ের একজন ফার্মেসি কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলৌকিকভাবে ৭৫৩ কোটি টাকা জমা পড়েছে। এই অবাক কাণ্ডটি কীভাবে ঘটল, তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন ওই ব্যক্তি। মুহাম্মদ ইদ্রিস নামক ওই ব্যক্তির কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক অ্যাকাউন্টে শনিবার (৭ অক্টোবর) কাকতালীয়ভাবে ৭৫৩ কোটি টাকা ঢুকেছে। তাঁর কথায়, তিনি শুক্রবার তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক বন্ধুর কাছে ২,০০০ টাকা পাঠিয়েছিলেন। লেনদেনের পরে, তিনি তাঁর অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার সিদ্ধান্ত নেন।
এরপরেই তিনি ব্যাঙ্ক ব্যালেন্স দেখেন, তাঁর অ্যাকাউন্টে প্রায় ৭৫৩ কোটি টাকা রয়েছে। বর্তমানে এত কোটির স্বপ্ন শুধুমাত্র বিলিনিয়র বা সেলিব্রিটিরাই দেখতে পারেন। কিন্তু হঠাৎ এত কোটি তাঁর অ্যাকাউন্টে রয়েছে, তা জানলে আইনি গ্যাড়াকলেও তিনি পড়তে পারেন। সেই কারণেই এই অস্বাভাবিক ঘটনা সম্পর্কে উদ্বিগ্ন।ইতিমধ্যেই ইদ্রিস ব্যাঙ্কে সমস্যাটি জানিয়েছেন, তাঁরা তৎক্ষণাৎ তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়।
তবে তামিলনাড়ুতে এরকম ঘটনা এই প্রথম নয়, এটি তৃতীয় ঘটনা। আগের একটি ঘটনায়, চেন্নাই থেকে রাজকুমার নামে একজন ক্যাব চালক আবিষ্কার করেছিলেন যে তাঁর তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯০০০ কোটি টাকা জমা পড়েছিল। বিষয়টি উত্থাপন করার পরে, তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাঙ্ক সেই পরিস্থিতি সংশোধন করে অতিরিক্ত অর্থ পরিহার করেছিল। আরেকটি ঘটনা ঘটেছিল, থাঞ্জাভুরের গণেসান নামে একজন ব্যক্তির সঙ্গে, যার ব্যাঙ্ক জমা পড়েছিল।