মহানগর ডেস্ক: অমানবিক! উত্তরপ্রদেশে নারীদের ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এবার উত্তরপ্রদেশের হাপুর জেলায় স্কুলে যাওয়ার পথে একজন নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ করল তিন অভিযুক্ত। জানা গিয়েছে, অভিযুক্ত তিনজনই নাবালিকার বাবার পরিচিত। ঘটনাটি ঘটেছে, দিন কয়েক আগে মোদিনগর রোডের একটি হোটেলে। যখন ছাত্রীটি স্কুলে যাওয়ার জন্যে অটোতে উঠছিল, তখনই ওই ৩ অভিযুক্ত তাঁকে জোর করে তাঁদের বাইকে বসিয়ে একটি ওয়ো হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
শুধু এখানেই শেষ নয়, যাতে নির্যাতিতা কাউকে কিছু না জানায় তাই অভিযুক্ত ওই ঘটনার একটি ভিডিও তৈরি করে তা ভাইরাল করার হুমকি দেয়। এরপর সে ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ১১ ক্লাসে পড়ে ওই নির্যাতিতা। এরপর ওই ছাত্রী তাঁর পরিবারকে এই ঘটনার কথা জানায়, তারপরে তিন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ভিকটিমকে চিকিৎসার জন্য পাঠিয়েছে।
হাপুরের পুলিশ সুপার রাজকুমার আগরওয়াল বলেছেন যে, নাবালিকা ছাত্রীর বাবা একটি এফআইআর দায়ের করেছেন। তিনি জানান, তাঁর মেয়েকে তাঁর পরিচিত কয়েকজন গণধর্ষণ করেছে। এই প্রসঙ্গে, তার তথ্যের ভিত্তিতে, হাপুর নগর থানায় 376D IPC 307 এবং POCSO আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।