মহানগর ডেস্ক : এমন গুগল এক বিষয় যা ছাড়া আমরা একমুহুর্ত চলতে পারি না। নতুন রাস্তা খোঁজা হোক সেটাও গুগল, নতুন খাবার রেস্টুরেন্ট কিম্বা কোন দরকারী জিনিস। যেটা এক মিনিটের জন্য মনে পড়ে না অমনি আমরা সেটার জন্য ভরসা করি গুগলের ওপর। তবে জানি কি এমন কিছু কিছু বিষয়ে রয়েছে যেগুলি সম্পর্কে আপনার যতই কৌতুহল হোক না কেন সেগুলি একেবারে সার্চ করতে পারবেন না এই সার্চ ইঞ্জিনে। বরং তার জন্য আপনি পড়তে পারেন বড়সড়ো বিপদে। হাতে পড়তে পারে হাতকড়া। কিন্তু কি সেই ছটি জিনিস যেগুলি ভুল করেও সার্চ করা উচিত নয় গুগলে। দেখে নিন এক্ষুনি,
প্রথমত বোম কিভাবে তৈরি করবেন তা একেবারেই সার্চ করা উচিত নয় গুগলে। কারণ যেই মুহূর্তে আপনি বিষয়টি নিয়ে খুঁজতে শুরু করবেন ঠিক তখনই সিকিউরিটি সংস্থা আপনার সমস্ত কিছু ট্র্যাক করতে শুরু করবে। তাই এই ধরনের জিনিস যত এড়িয়ে যাওয়া যায় ততই ভালো। আপনি যেই মুহূর্তে কোন বিষয় সার্চ করছেন সরকারি সিকিউরিটি এজেন্সির কাছে সেই তথ্য তড়িঘড়ি চলে যাচ্ছে।
দ্বিতীয়ত চাইল্ড পর্নোগ্রাফি ভারতে নিষিদ্ধ। তাই এই বিষয়বস্তু সম্পর্কে আগ্রহ থাকলে তা মোটেই দেখাতে যাবেন না গুগলকে। শিশুদের যৌন শোষণের আওতায় আইন আনা হয়েছে পস্কো। আপনি যখন অনলাইনে এমন আইনবিরুদ্ধ কিছু খুঁজবেন তখনই ঘৃণ্য অপরাধমূলক মানসিকতার মানুষ হিসেবে বিবেচনা হবেন আপনি। সঙ্গে সঙ্গে কোমরে পড়বে দড়ি।
– তৃতীয়তঃ গর্ভপাত সংক্রান্ত কোনো রকমের বিষয় খুঁজতে যাবেন না গুগলে। কারণ ভারতে গর্ভপাত দন্ডনীয় অপরাধ। এই ধরনের অনুসন্ধান করার আগে সাবধান হন।
– কাস্টমার কেয়ার নম্বর গুগলে একদমই সার্চ করা উচিত নয়। বিষয়টা অবাক হওয়ার মতন। তবে সে ক্ষেত্রে বলে রাখি আপনি যখন কাস্টমার কেয়ারের কোন নম্বর গুগল থেকে পাবেন সঙ্গে সঙ্গে কোনো না কোনো হ্যাকার আপনার পিছু নেবে। আর হ্যাকার আপনার পিছু নিলে আর্থিকভাবে প্রতারিত হওয়া সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সেই কারণে আপনাকে সাবধান করতে এরকম পদক্ষেপ নিয়ে থাকে। কাস্টমার কেয়ারের কোন নম্বর যদি আপনার একান্ত প্রয়োজন তাহলে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করুন।
– কোন ধরনের ডাক্তার কিংবা ওষুধের সন্ধান গুগলে করা উচিত নয়। সেক্ষেত্রে গুগল মনে করে একমাত্র নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে কোন ওষুধ রোগীকে দিয়ে থাকেন। কোন ওষুধের বিষয়বস্তু সম্পর্কে জানতে আপনি অবশ্যই গুগল সার্চ করতে পারেন। কিন্তু কি ওষুধ খাবেন এমন কোন জিনিস গুগলে ভুলেও সার্চ করবেন না।
– সর্বশেষ বলে রাখি সন্ত্রাসবাদি কোন পার্টি সম্পর্কে অকারনে কৌতুহল দেখাতে যাবেন না। কিভাবে এই দলে যোগ দেওয়া যায় ,কিভাবে তারা কাজ করে এইসব অমূলক প্রশ্ন যত সার্চ করবেন তত বেশি আইনি জটিলতায় জড়িয়ে পড়বেন আপনি।