মহানগর ডেস্ক : স্বৈরাচারের বিরুদ্ধে রাজ্যের সরকার লড়ছে। আধার কার্ড নিয়ে কেন্দ্র যা করছে তা করতে পারে না। আমরা বাংলায় আধারের দায়িত্বে যে আছেন তাঁকে ডেকে পাঠিয়েছিলাম। তিনি বলেছেন, এটা দিল্লি থেকে করেছে। ঠিক এই ভাবেই আধার কার্ড নিস্ক্রিয় করা নিয়ে সোমবার নবান্ন থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আধার কেটে দিক। রাজ্যের মানুষকে আমরা কার্ড দেবো। মঙ্গলবার আধার গ্রিভান্সেস পোর্টাল মঙ্গলবার থেকে চালু হচ্ছে। যাদের আধার নিস্ক্রিয় করে দেওয়া হচ্ছে তাদের আলাদা কার্ড দেবে রাজ্য সরকার।” মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেন, “মতুয়া, সংখ্যালঘু, হিন্দু,মুসলমান,শিখ বুঝতে পারছেন কী করে আপনাদের অধিকার কেরে নেওয়া হচ্ছে? ভোটের আগে আধার কার্ড নিয়ে যারা ছেলেখেলা করছেন, এই মানুষই তাদের একদিন আঁধারে ফেলে দেবে। আধার কার্ড পেতে অনেক কষ্ট করতে হয়েছে। যাদের আধার কার্ড নিস্ক্রিয় করা হবে আমাদের জানান। আমরা আপনাদের কার্ড দেবো। এই কার্ড আপনার পরিচয়পত্র, কাস্ট সার্টিফিকেট। বাংলায় গায়ের জোর চলবে না। বাংলায় এনআরসি, ডিটেনশন ক্যাম্প হবে না। এটা অসম,বিহার,উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ,রাজস্থান নয়। সবাইকে বলছি এলাকায় এলাকায় নজর রাখুন। আমরা বিকল্প কার্ড তৈরি করে যাদের কার্ড নিস্ক্রিয় হয়েছে তাদের কার্ড দেবো। আমি প্রধানমন্ত্রীকে এই নিয়ে চিঠি দেবো।” নবান্ন থেকে আধার কার্ড নিস্ক্রিয় করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মূল কথা ছিল, “ভোটের আগে ইচ্ছে করে মানুষের আধার কার্ড কেটে দেওয়া। বাংলা কারও দয়ায় চলে না, চলবে না। এসব মানা হবে না। বেছে বেছে নমঃশূদ্রের নাম কাটা হচ্ছে।”
এদিকে বিজেপির তরফে সোমবার বলা হয়েছে, রাজ্য সরকারকে নয়, বিজেপি অফিসে আবেদন করুন আধার কার্ড নিস্ক্রিয় হয়ে গেলে, আমরাই সমাধান করব। মমতা বলেন, “বাংলার সরকারের কাছে বলবে না তো কি ভারতীয় জঞ্জাল পার্টিকে বলবে? বাংলাকে এভাবে মারা যাবে না। বাংলা ভিক্ষা করবে না। নির্বাচনের আগে কেনবএসব লুকোচুরি খেলা? আমি নির্বাচন কমিশনকে বলবো। মানুষকে বিভ্রান্ত করাই বিজেপির কাজ। আর এদের মদতদাতা সিপিএম, কংগ্রেস। বাম-রাম-শ্যাম। রাম চিমটি, শ্যাম চিমটি, দে চিমটি। বিজেপির লজ্জা নেই। তাই ব্রিজভূষণকে পদে বসায়। আমরা আর বিজেপি এক নয়। ভয় পাবেন না। আমরা আপনাদের অধিকার সুরক্ষিত করবো। আধার কার্ড বাগিল করলে রাজ্য কার্ড দেবে। রাজ্যের মানুষকে সুবিধা দেওয়া রাজ্যের কাজ।”
মমতার সঙ্গে নবান্নের সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকাও ঋিলেন। তিনিই বলেন, “বাংলায় যিনি আধারের বিষয়টি দেখেন তাঁকে ডেকে কথা বলে জানতে পারি আধার কার্ড দিল্লি থেকে বাতিল করা হচ্ছে, বাংলা থেকে নয়।” এদিকে শুভেন্দু অধিকারী বলেছেন, “কারও আধার কার্ড বাতিল করা হয়নি, মিথ্যে কথা বলছেন মমতা।” উত্তরে মমতা বলেছেন, “এসব কথার জবাব আমি দেবো না।”