মহানগর ডেস্ক: প্রতিনিয়িত কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে আয়োজিত বিভিন্ন প্রকল্প দ্বারা সাধারণ মানুষ সর্বদা উপকৃত হয়ে থাকেন। তাদের নানান ভাবে আর্থিক সহায়তা প্রদান করে সরকার। এরকমই একটি উল্লেখযোগ্য প্রকল্প তথা যোজনার বিষয় নিয়ে এখানে আজ আলোচনা করা হবে। এখানে এক আবেদনেই পাওয়া যেতে পারে ১ লক্ষ টাকার মতো অনুদান। বিভিন্ন জেলা প্রান্ত থেকে যেকোনো ধরনের মানুষ আবেদন জানাতে পারবেন। আসুন তবে দেরি না করে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।
যোজনা/ প্রকল্পের বিবরন: সরকার রাজ্যবাসীর মাথার উপর ছাদ তৈরী করে দিতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতোই বাংলা আবাস যোজনা সূচনা করেছেন। তাই তাদেরকে দেওয়া হবে ১ লক্ষ করে টাকা।
মোট যতজন পাবেন এর সুবিধা: এই প্রকল্প তথা যোজনার আওতায় রাজ্যের প্রায় ৫০ লক্ষ সাধারণ মানুষকে নিয়ে আসা হচ্ছে যার মধ্যে থাকতে পারেন আপনিও। যারা আবেদন করবেন তাদের প্রত্যেকেরই ভালো বাড়ির ব্যবস্থা করে দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের মোটা অঙ্কের টাকা দেওয়া হবে।
মূলত কাদের দেওয়া হচ্ছে এই আর্থিক সহায়তা: রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত সেই সব মানুষরা এই অগ্রাধিকার পাবেন, যাদের সামান্য একটি বাড়ি করার সামর্থ্য নেই কিংবা ভালো বাড়ি নেই থাকার মত কিংবা যাদের বাড়ির বেহাল অবস্থা তারাই।
আর্থিক সহায়তা এর পরিমাণ: রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে যোজনার আয়োজন করা হয়েছে সেখানে মোটামুটি সব মিলিয়ে জন প্রতি ১ লক্ষ ২০ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
যেসব শর্ত ও যোগ্যতা দরকার: রাজ্যের এই সরকারি প্রকল্প তথা যোজনা (WB Govt Scheme) এ আবেদন জানাতে গেলে বেশ কিছু যোগ্যতা তথা শর্ত থাকা দরকার। এগুলি নিচে বিস্তারিত তুলে ধরা হলো,
১. প্রথমত আবেদনকারীকে পশ্চিমবঙ্গ এর একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারীর মোট বার্ষিক আয় হতে হবে দরিদ্র সীমার নিচে।
৩. আপনি একবারই এখানে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ যারা পূর্বে ইতিমধ্যে এই আর্থিক সহায়তা পেয়েছেন তাদের আবেদন গ্রহণ করা হবে না।
৪. এখানে আবেদনের ক্ষেত্রে আপনার অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে।
আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্ট: এই আর্থিক সহায়তা পেতে আবেদন করতে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
আধার কার্ড ২) ভোটার কার্ড, ৩) জব কার্ড, ৪) রেশন কার্ড, ৫) পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৬) স্থায়ী ঠিকানার তথা বাসিন্দার প্রমাণপত্র।
আবেদন পদ্ধতি: নিম্নলিখিত কয়েকটি ধাপে এখানে আবেদন জানাতে হবে। ভালো করে দেখে আবেদন জানিয়ে ফেলুন।
১. সবার প্রথমে নিজস্ব এবং নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত (GP) অফিসে গিয়ে যোগাযোগ করুন।
২. সেখান থেকে বাংলা আবাস যোজনা এর আবেদন পত্র সংগ্রহ করে নিতে হবে।
৩. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এই আবেদনপত্র পূরণ করতে হবে।
৪. নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, আধার নম্বর, ভোটার কার্ড নম্বর ইত্যাদি আরো তথ্য দেবেন।
৫. রঙিন পাসপোর্ট সাইজের ফটোর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট এর নকল কপি সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে জুড়ে দিন।
৬. তারপর এগুলি সব একটি খামের মধ্যে ভরে আপনাকে আবেদন পত্র নিয়ে আসা গ্রাম পঞ্চায়েত অফিসেই গিয়ে জমা করতে হবে।
যেভাবে অনুদানের টাকা পাবেন: গ্রাম পঞ্চায়েত এর আধিকারিকের লোকজন আপনার আবেদনপত্র ভালো করে যাচাই করে দেখবে। তারপর সব ঠিকঠাক থাকলে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার বাড়ি পরিদর্শন করবে। এরপরই তারা সব ঠিকঠাক দেখেলে আপনার একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।