মহানগর ডেস্ক : এ পৃথিবীর জন্মলগ্ন থেকে ইতিহাস ঘাঁটলে সত্যিই অবস্থাটা হয়ে যায় দিন আগে নাকি মুরগী আগে সেই বিতর্ক এর সমাধান না করতে পারার মত। বিবর্তনের হাত ধরে প্রতিটি জায়গার অবস্থান কিংবা অস্থিত্ব এর পরিবর্তন ঘটে চলে। তেমনই দেশ থেকে বিদেশের মাটিতে এমন মন্দির মসজিদ বিতর্ক নিয়ে সরগরম রাজনীতি। এবার সেই বিতর্কের আঁচ দেশের গণ্ডি পেরিয়ে গেছে। জ্ঞানবাপী (Gyanvapi Masjid) মসজিদ নাকি মন্দির এই নিয়ে বিতর্ক জট কাটতে না কাটতেই এ বার সৌদি আরবের (UAE) মক্কায় শিবমন্দির আছে বলে হই চই শুরু হয়েছে। এই বিষয় নিয়ে আলোচনার দাবিও জানালেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ।
রবিবার রাজস্থানে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনাসভায় আমন্ত্রিত ছিলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ। সেখানেই তিনি বলেন, ‘কেবল জ্ঞানবাপী নিয়ে নয়, এবার মক্কা নিয়েও কথা বলা উচিত। কারণ সেখানে মক্কেশ্বর মহাদেবের মন্দির রয়েছে।’ এখানে না থেমে তিনি আর এক হাত নিয়ে বলেন, ভারত নিজেকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণা করালেই বিশ্বের অন্ততপক্ষে ১৫টি দেশ নিজেদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। যার মধ্যে নেপাল, মরিশাস রয়েছে। তারাও নিজেদের ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণায় রাজি।
সৌদি আরবের এই মক্কা জ্ঞানত বিশ্ববাসীর কাছে মুসলিমদের সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান বলেই পরিচিত। প্রতি বছর সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম ধর্মাবলম্বীরা আসেন মক্কাদর্শন করতে। আর সেখানেই মহাদেবের মন্দির আছে বলে শঙ্করাচার্য এর দাবি নিয়ে দেশ জুড়ে বেশ সরগোল পড়ে গিয়েছে। কেউ কেউ মনে করছেন এটি কেবল শিরোনামে আসার চেষ্টা। আবার অনেকে বলছেন, জ্ঞানবাপী নিয়ে বিতর্কের ঢেউকে উস্কে দিতেই পরিকল্পনা করেই বেফাঁস মন্তব্য করেছেন পুরীর শঙ্করাচার্য। এমনই মাস কয়েক আগে আগরার তাজমহলকেও শিবের আলয় ‘তেজো মহালয়’ বলে দাবি তুলে সেখানে একদল হিন্দু সম্প্রদায় অভিযান শুরু করে। জ্ঞানবাপী বিতর্কের পরিস্থিতিতে সেটি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেই মনে করছেন অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীর জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ আছে বলে দাবি করে শুরু হয় চরম বিতর্ক। মুসলিম পক্ষের দাবি, হিন্দুরা ‘শিবলিঙ্গ’ বলে যা দাবি করছেন, সেটি আদতে ফোয়ারার ভাঙা অংশ। এর পরই বিতর্কের আঁচ পৌঁছে যায় শীর্ষ আদালতের দোরগোড়ায়। কিছু দিন আগেই বারাণসী জেলা আদালত মসজিদের ভিতরে ‘কার্বন ডেটিং’-এর আবেদনও খারিজ করে দেওয়ায় বেশ খানিকটা ধাক্কা খেয়েছে হিন্দু পক্ষ। এর মধ্যেই মুসলিম ধর্মপ্রাণ মানুষদের পবিত্র তীর্থস্থান মক্কাকে মক্কেশ্বর মহাদেবের স্থান বলে দাবি করায় আবারও বিতর্ক এর ঝড় ঘনীভূত করলেন বলে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।