মহানগর ডেস্ক : তৃণমূল কর্মীকে খুনের মামলায় আদালতে স্বস্তি আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর। এখনই তাকে গ্রেফতার করা যাবে না বলে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ তাঁকে আগাম জামিন দিয়েছে।
আদালতের স্পষ্ট বক্তব্য, এর আগে খুনের মামলায় নওশাদকে পুলিশ তলব করলে সাড়া দিয়েছেন বিধায়ক। তাঁর বিরুদ্ধে আপাতত কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না। ফলে নির্বাচনী কাজে অংশ নিতে আর কোনো বাধা রইল না নওশাদ সিদ্দিকীর।
প্রসঙ্গত, গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে খুন হন রাজু নস্কর। বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। নওশাদ সহ ৬৮ জনের বিরুদ্ধে কাশীপুর থানায় মামলা দায়ের করেন ভাঙড়-২ ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। ঋত্বিক নস্কর ও রাজু নস্কর সম্পর্কে জামাই-শ্বশুরমশাই। ঋত্বিকের অভিযোগ, নওশাদ বাহিনীর হামলার মুখে পড়েন তাঁরা। তিনি পালিয়ে যেতে পারলেও তাঁর শ্বশুরকে পিটিয়ে মারা হয়। এই ঘটনায় নওশাদকে মূল অভিযুক্ত করে এফআইআর দায়ের করেন ঋত্বিক। এই অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দেওয়া হয়। মাঝে তাঁকে ভবানী ভবনে তলব করে তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। নওশাদের আইনজীবী ফিরদৌস শামিম কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন। শুক্রবার সেই আবেদন মঞ্জুর হয়েছে।