মহানগর ডেস্ক: যে ‘হিট অ্যান্ড রান কেস” নিয়ে লরি চালকরা দেশ সহ কলকাতা জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে সেই ঘটনাই ঘটল। হাইওয়েতে কর্তব্যরত অবস্থায় দুই পুলিশকর্তাকে পিষে দিয়ে পালাল লরি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গাড়িতেএকটি বেপরোয়া লরি এসে ধাক্কা মারলেই ঘটে দুর্ঘটনা।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায় বাগনান বরুণদা মুম্বই রোডে। যে সময়ে লরি পুলিশের গাড়িতে ধাক্কা দেয় সেই সময়ে ডিউটিতে ছিলেন সুজয় দাস (সাব ইন্সপেক্টর), পলাশ সামন্ত (হোম গার্ড), অলোক বর (কনস্টেবল) ও সুকদেব বিশ্বাস (কনস্টেবল)। বেপরোয়া গতিতে লরি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাব ইন্সপেক্টর সুজয় দাস ও পলাশ সামন্তর। ওই সময়ে গাড়িতে ছিলেন আরও একজন গাড়ির চালক। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় বাগনান থানার পুলিশ। দ্রিত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা দুজন পুলিশ কর্তাকে মৃত বলে ঘোষণা করে। আহত বাকিদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, এই ‘হিট অ্যান্ড রান কেস” নিয়ে নিয়ে নতুন আইন এনেছে কেন্দ্র। ‘হিট অ্যান্ড রান কেস” বেশী ঘটে হাইরোডে। বেপরোয়া গতিতে লরি চালায় চালকরা। সেই দুর্ঘটনা রুখতেই কেন্দ্র ‘হিট অ্যান্ড রান কেস” এই আইনে কিছু কিছু পরিবর্তন রেখেছে। আগে এই কেসে অভিযুক্ত হলে তার সাজা ছিল ২ বছর। নতুন আইনে সেই সাজা বাড়িয়ে করা হয়েছে ১০ বছর। এটাই মানতে রাজি নয় লরি ও ট্রাকের চালকরা। আইন প্রত্যাহারের দাবি জানিয়েই রাস্তা বন্ধ করে একাধিক জায়গায় চালাচ্ছে বিক্ষভ। সেই বিক্ষোভের মধ্যেই ঘতল দুর্ঘটনা।