মহানগর ডেস্ক: আগামীকাল দিল্লি গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে সন্দেশখালি নিয়ে রিপোর্ট জমা দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সন্দেশখালি থেকে ফিরেই দিল্লি রওনা হলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে এই খবর জানা গিয়েছে।
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার জানিয়েছেন, “রাজ্যপালের ওএসডি আমায় মেসেজ করে জানিয়েছেন, আপনারা সন্দেশখালি সম্পর্কে যা জানিয়েছিলেন পরিস্থিতি তার চাইতেও ভায়ংকর। আপনারা যদি রাজভবনে এসে অভিযোগ জানিয়ে না যেতেন তাহলে কোনও ভাবেই রাজ্যপাল সি ভি আনন্দ বোস সোমবার সন্দেশখালি পৌঁছতে পারতেন না।” শুভেন্দু অধিকারী আরও জানান, “স্বরাষ্ট্রমন্ত্রী কাছে নয়, স্বরাষ্ট্র মন্ত্রকে রাজ্যপাল সন্দেশখালি নিয়ে রিপোর্ট দেবেন।”
এদিকে শুভেন্দু অধিকারী সহ বিজেপির ৬৭ জন বিধায়ক বাসন্তী হাইওয়ের মুখে পুলিশের বাঁধা পেয়ে অবশেষে বিকেলে রাস্তায় বসে পড়েন। শুভেন্দু জানান, “সরস্বতী পূজার পরদিন, ১৫ ফেব্রুয়ারি বিজেপি প্রতিনিধি দল নিয়ে তিনি সন্দেশখালি যাবেন। পুলিশ যদি পথে আবার বাঁধা দেয় তাহলে আবারও রাস্তায় বসে পড়বো।”