মহানগর ডেস্ক: আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩। আজ আপনার দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্যে আজকের দিনে কি অপেক্ষা করছে তা একনজরে দেখে নিন…
১)বৃশ্চিক/Scorpio : বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার মানসিক চাপের কারণ হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নতুন কোন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক দিক থেকে কষ্ট হতে পারে।
২)তুলা/Libra : শরীরে আঘাত লাগা থেকে সাবধান থাকবেন। বাড়তি কথা পরিবারের অশান্তির কারণ হতে পারে। আর্থিক বিষয়ে চিন্তা বৃদ্ধি পাবে। শিল্পীদের জন্য সময় খুব ভালো যাবে।
৩) সিংহ/Leo : স্ত্রী সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের অপূর্ণ আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটে সমস্যায় ভুগতে পারেন। গবেষণায় সাফল্য লাভ।
৪) কর্কট/Cancer : অর্থ ভাগ্য খুব ভালো থাকবে না। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে না। বন্ধুদের দ্বারা কর্মে ক্ষতি হতে পারে। শারীরিক কারণে কাজের ক্ষতি হবে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসবে।
৫) কন্যা/Virgo : নতুন কোন কাজের যোগাযোগ হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। পিতা মাতার সঙ্গে তীর্থ ভ্রমণের যাবার সম্ভাবনা রয়েছে। বাড়িতে বিবাদ লাগতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা থাকবে।
৬) মিথুন/ Gemini : মা-বাবার সঙ্গে বিবাদ লাগতে পারে। গুরুজনদের চিকিৎসার কারণে খরচা বাড়তে পারে। পরিবারের শান্তি বজায় থাকবে না। মহিলাদের দিক থেকে কোন পুরুষের প্রতি দুর্বলতা বাড়তে পারে। পেশাগত দিক থেকে ভালো-মন্দ থাকতে পারে.।
৭) মেষ/Aries : চিকিৎসার পিছনে খরচ হতে পারে। প্রিয়জনের জন্য মনে আঘাত লাগতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে।পরিবারের সকলের মধ্যে সু-সম্পর্ক বজায় থাকবে।
৮) বৃষ/Taurus : সামাজিক কাজের জন্য সুনাম অর্জন। গুরুজনদের দ্বারা মনে আঘাত লাগতে পারে। পিতা সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক চাপ বাড়বে। কর্মস্থানে সমস্যার যোগ।
৯) মীন /Pisces: কর্মক্ষেত্রের প্রচুর সমস্যা সম্মুখীন হতে হবে। রক্তচাপ বৃদ্ধি হতে পারে। সামাজিক বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে শুভ সময় রয়েছে।
১০) ধনু/Sagittarius : শরীর নিয়ে চিন্তা বাড়বে। বাড়িতে অতিথি আসার সম্ভাবনা রয়েছে। পিতার শরীর নিয়ে চিন্তার কারণ থাকবে। পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে।
১১)কুম্ভ/Aquarius : পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্কে জটিলতা কেটে যাবে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি হতে পারে। আগুন থেকে সাবধান থাকুন।
১২) মকর/ Capricorn : চাকরিতে নতুন সুযোগ আসতে পারে। পরিবারের শান্তি বজায় থাকবে না। আয়ের দিক থেকে চিন্তা থাকবে। দাম্পত্য বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।