মহানগর ডেস্কঃ দেশে দ্রুত বিকাশ ঘটছে খেলনা শিল্পের। এমনকি, সরকারও এই খাতে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। ইতিমধ্যেই দেশে চাইনিজ খেলনার ব্যবহার কমানোর পরে এবার আন্তর্জাতিক বাজারেও চিনের সঙ্গে কড়া টক্করের প্রস্তুতি নিচ্ছে ভারত। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার এখনও এই ক্ষেত্রের দেশীয় উৎপাদনকে বিশ্বব্যাপী প্রতিযোগিতার ক্ষেত্রে সক্ষম করে তুলতে প্রস্তুত। এই শিল্পে ৩৫০০ কোটি টাকার পিএলআই সুবিধার পরিকল্পনা নিয়েও কাজও করেছে।
এই ৩৫০০ কোটি টাকার পিএলআই সুবিধা প্রসঙ্গে পিটিআই এর এক প্রতিবেদনে একজন আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, সরকার এই বৃহৎ পরিকল্পনার ব্যাপারে আগ্রহী। পাশাপাশি জানানো হয়েছে, কেন্দ্র এই ক্ষেত্রে ৩৫০০ কোটি টাকার উতপাদনের সঙ্গে পিএলআই বেনিফিট দেওয়ার কথা বিবেচনা জিরেছে। তবে এই সুবিধা তাঁরাই পাবেন যারা বিআইএস স্ট্যান্ডার্ড মেনে চলবেন।
আধিকারিকদের তরফে জানানো হয়েছে, দেশিয় খেলনাকে প্রদত্ত পিএলআই সুবিধার জন্য সরকার কোয়ালিটি কন্ট্রোল অর্ডার শুরু করেছে এবং কাস্টমকে ২০ শতাংশ থেকে ৬০ শতাংশ বাড়ানোর মত পদক্ষেপগুলি দেশে নিম্নমানের আমদানি কমাতে এবং আভ্যন্তরীণ উৎপাদনকে বাড়াতেও সহায়তা করছে।
পিএলআই সুবিধা নতুন বিনিয়োগকে আকৃষ্ট করতে এবং রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকেরা জানিয়েছেন, তাদের তরফে খেলনাগুলিতে পিএলআই সুবিধা নিয়ে কাজ করছি। তবে এটি শুধুমাত্র বিআইএস স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খেলনাগুলিতে দেওয়া হবে। বিভিন্ন ইনভেস্টমেন্টের স্ল্যাব অনুযায়ী পিএলআই সুবিধা দেওয়া যেতে পারে। এটি ২৫ কোটি টাকা থেকে ৫০ – ১০০ টাকা বা ২০০ কোটি টাকাও হতে পারে।
পিএলআই স্কিম এমন একটি স্কিম যার উদ্দেশ্য হল দেশীয় ইউনিটগুলিতে উৎপাদিত পণ্যের ক্রমবর্ধমান বিক্রয়ের জন্য কোম্পানিগুলোকে ইনসেন্টিভ দেওয়া। সরকার ইতিমধ্যেই ১৪ টি সেক্টরে প্রায় ২ লক্ষ কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে।