মহানগর ডেস্ক: ৮ অক্টোবর ছিল ৯০ তম ভারতীয় বায়ুসেনা দিবস। সেই দিন উপলক্ষে আগামীদিনে বায়ুসেনাদের জন্য ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ প্রতিষ্ঠার সাথে আগামী বছরই ‘মহিলা অগ্নিবীর’ নিয়োগের কথা ঘোষণা করেছে কেন্দ্র। এই ঘোষণার মধ্যে দিয়ে আজ চণ্ডীগড় এয়ারফোর্স স্টেশনে ৯০ তম ভারতীয় বায়ুসেনা দিবস উদযাপনের দামামা বাজছে।
চণ্ডীগড়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাশাপাশি এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন অন্য দুই বাহিনীর প্রধান-সহ একাধিক সেনা আধিকারিকরা। মূল অনুষ্ঠান মঞ্চতে বায়ুসেনার অতীত গৌরবের বিষয় তুলে ধরার মধ্যে দিয়ে এদিন এয়ার মার্শাল (IAF chief) এপ্রসঙ্গে বলেন “আমাদের পূর্বসরীদের কঠোর পরিশ্রম, দূরদৃষ্টি ও অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি আমরা। আজ আমাদের এই মহান বাহিনী সৃষ্টিকারি পূর্বসূরীদের কথা অত্যন্ত সম্মানের সঙ্গে স্মরণ করার সঙ্গে আমাদের কর্তব্য হল সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করে ভারতীয় বায়ুসেনাকে গৌরবময় ১০০ বছরে পদার্পণ করানো।” তিনি আরও বলেন, “প্রত্যেক অগ্নিবীরের ক্যারিয়ার ভারতীয় বিমান বাহিনী থেকেই শুরু করতে তাদের সঠিক দক্ষতা এবং জ্ঞান অর্জনের জন্য অপারেশনাল ট্রেনিং পদ্ধতি পরিবর্তন করা হয়েছে”।
অন্যদিকে বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী বলেন, ‘চলতি বছরের ডিসেম্বরে প্রশিক্ষণের মাধ্যমে ৩,০০০ অগ্নিবীরকে নিয়োগ করবে ভারতীয় বায়ুসেনা। আগামী বছর থেকে এই অগ্নিবীরদের মধ্যে মহিলাদেরকেও বায়ুসেনায় স্বাগত জানানো হচ্ছে। তিনি আরও বলেন, “তিনি সৌভাগ্যবান, যে সরকার ভারতীয় বিমান বাহিনীর অফিসারদের জন্য একটি অস্ত্র সিস্টেম উইং তৈরির অনুমোদন দিয়েছে।” পাশপাশি তিনি বলেন, “স্বাধীনতার পর প্রথমবার আইএএফ-এ একটি নতুন অপারেশনাল শাখা তৈরি করছে, যা কার্যত উড়ান প্রশিক্ষণের খরচ কমিয়ে সরকারকে প্রায় ৩৪০০ কোটি টাকার বেশি সাশ্রয় করতে সমর্থ হবে”