মহানগর ডেস্ক: শনিবার সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় মল্লিক বাজার (Mullick Bazar) নিউরোসায়েন্সে (INK)। হাসপাতালের আটতলার কার্নিশ থেকে ঝাঁপ দেয় এক রোগী। যদিও তার আগে আড়াই ঘন্টা তিনি সেখানে বসে ছিলেন। এরপরই হাসপাতালে ব্যবস্থা নিয়ে ওঠে প্রশ্ন। নামিদামি হাসপাতালের নজরদারিতে কি করে এই ঘটনা ঘটল তাই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা কলকাতা আজ রোমহর্ষক এক দৃশ্যের সম্মুখীন হল। হাসপাতালের তরফে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। উদ্ধার করার চেষ্টা হয়, কিন্তু সকলের চেষ্টাই বৃথা যায়। আচমকাই হাসপাতালে আট তলার কার্নিশ থেকে ঝাঁপ দেন ওই রোগী।
এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর বয়স ৩৩ বছর। নাম সুজিত অধিকারী। চলতি সপ্তাহের বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তি করার পর রোগীর মধ্যে কোনও অস্বাভাবিকতা না দেখতে পাওয়ায় আজ অর্থাৎ শনিবার তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এদিন ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকালে নার্স যখন তাঁকে ছাড়ার জন্য নিয়ে আসতে যায়, তখন দেখে যে রোগী জোরজবরদস্তি জানলা দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করছেন। তখনই পেছন থেকে তাঁকে ধরে এবং তাঁকে বাঁচানোর চেষ্টা করে।
আরও পড়ুন: মানবিক জিও, বন্যা বিধ্বস্ত রাজ্যগুলিতে বাড়িয়ে দিল সাহায্যের হাত
কিন্তু সেই মুহূর্তে রোগী নার্সকে কামড়ে দেওয়ার চেষ্টা করে। একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দু ঘন্টা সময় যে সে কার্নিশে বসে ছিল সেই সময়টুকু রোগী কথা বলে গিয়েছে। তখনও প্রশাসনের পক্ষ থেকে ক্রমাগত চেষ্টা করা হয়েছে রোগীকে উদ্ধার করার। কিন্তু সম্ভব হল না। একইসঙ্গে হাসপাতালের তরফে জানানো হয়েছে, জানালায় একটি লক সিস্টেম থাকে। যেটি কোনও সাধারণ মানুষের পক্ষে খোলা সম্ভব নয়। কিন্তু এই রোগী সেই লোক সিস্টেমটিকে খুলেছে। কারণ একটি স্ক্রু পাওয়া গিয়েছে। আর সেটি খুলে ওই রোগী জানালা থেকে বেরিয়ে কার্নিশে চলে গেছে বলে অনুমান করা হয়েছে।