বিক্রম ব্যানার্জী: রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে প্রতিবাদ করায় নোবেল জয়ী নার্গেস মোহাম্মদীকে আরও 6 মাসের কারাদণ্ডের সাজা শোনাল ইরান সরকার। আদেশ অমান্য ও প্রতিরোধের অভিযোগে 19 অক্টোবর এই সাজার মেয়াদ বেড়েছে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মীর।
নোবেল পুরস্কার জিতেও ভুগতে হচ্ছে সাজা!
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে কারারুদ্ধ অবস্থায় রয়েছেন নার্গেস। গত 6 আগস্ট এক রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করার তোড়জোড় চলছিল। আর সেই পথেই বাধা হয়ে দাঁড়ান নোবেল জয়ী নারী। মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
2023 সালে পুলিশের হেফাজতে থাকা এক নারীর মৃত্যুর পরও ঠিক। একই ভাবে জেলে বসেই দেশব্যাপী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন নার্গেস। ফলত আইন অমান্য ও প্রতিরোধের দায়ে তার 30 মাসের সাজা চলাকালীন গত জানুয়ারিতে আরও 15 মাসের কারাদণ্ড যোগ করে ইরান সরকার। যদিও এই বিষয়ে দেশটির সরকারের তরফে সাজার দায় স্বীকার করা হয়নি।
এদিকে শান্তিতে নোবেল জয়ী মহিলার সাজা বৃদ্ধিতে দেশের ধর্মতন্ত্রের ক্ষোভ বৃদ্ধি পায়, শুরু হয় তুমুল বিক্ষোভ। যা ইরানের ধর্মতান্ত্রিক সরকারের জন্য ভয়ের কারণ হয়ে উঠেছিল। তবে তা সত্ত্বেও 2023 সালের নোবেল পুরস্কার জয়ী নার্গেস মোহাম্মদীর 6 মাসের সাজা বেড়েছে। যদিও নেত্রীর মুক্তির দাবিতে ইতিমধ্যেই একাধিক প্রস্তাব দিয়েছে সমর্থকেরা।
আরও পড়ুন: হামলার সমাপ্তি ঘোষনা করে ইয়ানকে হুঁশিয়ারি ইজরায়েলের