মহানগর ডেস্ক: রবিবার সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে তিন বাহিনীর জয়েন্ট থিয়েটার কম্যান্ড ঘোষণা করলেন রাজনাথ সিং (Rajnath Singh)। এদিন জম্মু-কাশ্মীর পিপলস ফোরাম কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর শহিদদের সম্মান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বক্তৃতা রাখতে গিয়ে তিন বাহিনীর থিয়েটারাইজেশনের কথা ঘোষণা করেছেন তিনি।
বিগত কয়েক দিন ধরেই প্রতিরক্ষা মন্ত্রকের অন্দরে কান পাতলে এই খবর শোনা যাচ্ছিল। আর এবার সেই জল্পনাতে দাঁড়িয়ে বসিয়েছেন রাজনাথ সিং। অনুষ্ঠানে এদিন তিনি বলেছেন, পূর্ববর্তী ঘটনার কথা মাথায় রেখেই জয়েন্ট থিয়েটার কম্যান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ২০২০ থেকে দেশের তিন প্রতিরক্ষা বাহিনীর জয়েন্ট থিয়েটার গঠনের কথাবার্তা চালু হয়েছিল। বহুদিন ধরে এর পরিকল্পনা ছিল। কিন্তু তা সম্পূর্ণ হতে সময় লাগবে দু’বছরের কাছাকাছি। প্রক্রিয়ায় সরকারের পূর্ণ সম্মতি রয়েছে। ২০২১-এর জুনে এর প্ল্যান নিয়ে আলোচনার জন্য ৮ সদস্যের প্যানেল গঠন করে কেন্দ্র। সেখানে উপস্থিত ছিলেন সব স্টেক হোল্ডাররা।
অনুষ্ঠানে শহিদদের প্রতি সম্মান জানিয়ে রাজনাথ সিং বলেছেন, কার্গিলের অপারেশন বিজয়ের মত যৌথ অভিযানগুলির কথা ভেবে দেশে যৌথ থিয়েটার কম্যান্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, সমাজ ও জনগণের কর্তব্য শহিদ ও তাদের পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়া। আপনি যা কিছু সাহায্য করতে পারবেন, তাঁদের পরিবারের জন্য করুন। এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। তাঁর কথায়, ভারত ছিল বিশ্বের বৃহত্তম আমদানিকারক দেশ। আজ তা না হলেও প্রতিরক্ষা রপ্তানিতে নিযুক্ত ২৫টি শীর্ষ দেশের মধ্যে এদেশের নাম রয়েছে।
মূলত থিয়েটারাইজেশনের মডেলটি যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করবে। চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাহিনীতে এই মডেলের পরিচালনা করে থাকে। এবার ভারতও প্রতিরক্ষা ক্ষেত্রে সেই একই পথ অনুসরণ করেছে।