মহানগর ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ অবশেষে পাতিয়ালা কোর্ট থেকে জামিন পেলেন। গত ১৫ নভেম্বর ২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় অবশেষে জামিনে মুক্ত অভিনেত্রী। তবে জামিন পাবার পরেও কটাক্ষের শিকার অভিনেত্রী। আদালত চত্বরে পৌঁছতেই অভিনেত্রীকে রিয়া চক্রবর্তীর সঙ্গে তুলনা করেন উপস্থিত প্রত্যেকে।
সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অভিনেত্রীর দিকে উঠে আসা এই পাল্টা কটাক্ষের কারণে নেট নাগরিকরা দোষারোপ করেছেন মিডিয়াকে। কেউ জানিয়েছেন,’ উপস্থিত মানুষেরা বেশ খতরনাক’। আবার কেউ বলেছেন,’ দয়া করে ওদের থামাও। মিডিয়ার কি কোন বোধ বুদ্ধি নেই’। উল্লেখ্য অভিনেত্রী আদালত চত্বরে আসার পর থেকেই মিডিয়ার একাংশ থেকে শুরু করে উপস্থিত অনেকে একের পরে কটাক্ষের মানে বীদ্ধ করতে থাকেন তাকে।
প্রসঙ্গত ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন জ্যাকলিন। শুরু থেকে তারা আইনজীবী দাবি করেছেন অভিনেত্রীর সঙ্গে এই কেসের কোন যোগসূত্র নেই। এমনকি চন্দ্রশেখর নিজেও লিখিত জানিয়েছেন তার আইনজীবীকে ২০০ কোটি টাকা আর্থিক তছরূপ মামলার সঙ্গে কোন রকম যোগসূত্র নিয়ে জ্যাকলিন ফার্নান্ডেজের।