মহানগর ডেস্ক: আপনি পড়াশুনা করতে ভালোবাসেন? কিন্তু আপনার সামর্থ্য নেই সেই খরচ চালানোর? কিংবা পড়তে পড়তে টাকার অভাবে উচ্চ শিক্ষিত হবার আশা নিভে গেছে? তবে আর চিন্তা নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে চালু হওয়া স্কলারশিপ প্রদানের মাধ্যমে সেই অবস্থা থেকে নিজেদের উপরে নিয়ে যেতে সক্ষম হচ্ছে শিক্ষার্থীরা। এমনি একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল জেকে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ। এটি যারা পড়াশোনার মধ্যে রয়েছেন কিংবা পড়াশোনার মধ্যে থেকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি সুবর্ন সুযোগ এটি। এই অনুদান তথা স্কলারশিপ এর বিশেষত্ব হচ্ছে পঞ্চম থেকে শুরু করে স্নাতকোত্তর তথা পোস্ট গ্র্যাজুয়েশন যেকোনো শ্রেণীতে অনুদানের জন্য আবেদন জানানো যাবে। চলুন জেনে নেওয়া যাক অনুদান সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি।
স্কলারশিপের বিস্তারিত খুঁটিনাটি: এযাবৎ বিভিন্ন সরকারি এবং প্রাইভেট সংস্থা কর্তৃক প্রদত্ত স্কলারশিপ এর মধ্যে এটি একেবারে অন্যতম। এর নাম দেওয়া হয়েছে জেকে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ। এর আওতায় হাজার হাজার পড়ুয়া তথা ছাত্রছাত্রীদের আনা হয়েছে যাদের মোটা অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
আবেদন পদ্ধতি: এই জেকে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ (JK Lakshmi Vidya Scholarship 2022) এর জন্য অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন,
১. সবার প্রথমে আপনাকে অবশ্যই উল্লিখিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিতে হবে।
২. সেখান থেকে ডাইরেক্ট অনলাইন আবেদন লিংকে ক্লিক করেই যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
৩. এই অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ এর সময় নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, লিঙ্গ, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
৪. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখবেন।
৫. সবার শেষে চেক করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদনের কাজ সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: এখানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই সঙ্গে রাখবেন,
১. আপনার বয়সের প্রমাণপত্র।
২. পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট কিংবা সার্টিফিকেট
৩. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র (আঁধার কার্ড বা ভোটার কার্ড)
৪. নতুন কোর্স কিংবা শ্রেণীতে ভর্তির রশিদ।
৫. রঙিন পাসপোর্ট সাইজের ফটো
৬. পারিবারিক আয়ের একটি সার্টিফিকেট
৭. ব্যাংক অ্যাকাউন্টের পাশবইয়ের এর প্রথম পাতার জেরক্স।
স্কলারশিপে আর্থিক অনুদানের পরিমাণ: এখানে পঞ্চম থেকে স্নাতকোত্তর পর্যন্ত আর্থিক অনুদানের ব্যাবস্থা রয়েছে। তবে শ্রেণী অনুযায়ী স্কলারশিপের পরিমাণও আলাদা।
১. সবার প্রথমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী (Class V-VIII) পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক ৫০০০/- টাকা করে অনুদান দেওয়া হয়।
২. নবম থেকে উচ্চমাধ্যমিক (Class IX-XII) পর্যন্ত এবং আইআইটি পড়ুয়াদের বার্ষিক ১০,০০০ টাকা অনুদান দেওয়া হয়।
৩. যারা ডিপ্লোমা করছে সেসব পড়ুয়াদের বার্ষিক ১৫০০০ টাকা করে অনুদানের ব্যবস্থা রয়েছে।
৪. স্নাতক ডিগ্রি তথা গ্র্যাজুয়েশন পড়ুয়াদের বার্ষিক অনুদানের পরিমাণ থাকছে ৩০,০০০টাকা।
৫. সব শেষে স্নাতকোত্তর তথা পোস্ট গ্র্যাজুয়েশনের পড়ুয়াদের বার্ষিক ৪০,০০০ টাকা অনুদান দেওয়া হচ্ছে এখানে।
স্কলারশিপ এ আবেদন করতে যোগ্যতা: এই স্কলারশিপ এর জন্য আবেদন জানাতে গেলে সরকারি চাকরির নিয়োগ (Govt Job Recruitment 2022) এর মতোই আপনার কিছু যোগ্যতা থাকা দরকার। নিচে সেগুলি বিস্তারে আলোচনা করা হয়েছে,
১. প্রথমত আপনাকে পূর্ববর্তী শ্রেণী তথা ক্লাসে অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।
২. আবেদনকরীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৫ লক্ষ টাকা কিংবা তার কম।
নিচে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/