বিক্রম ব্যানার্জী: কেরালার এক মন্দিরে চলছিল বাৎসরিক অনুষ্ঠান। সেই উপলক্ষে মন্দির চত্বরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য পুন্যার্থী। রাত যত গড়াচ্ছিল ভিড় বাড়ছিল ততই। এমন সময়ে হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। সূত্রের খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই যে গোটা ঘটনায় আহতদের সংখ্যা 150 ছাড়িয়েছে। তাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।
কেরালার এক মন্দিরে ভয়াবহ বিস্ফোরণ
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার রাতে কেরলের কাসরগড়ের আঞ্জুতাম্বালাম ভিরারকাবু মন্দিরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, আঞ্জুতাম্বালাম ভিরারকাবু মন্দিরে রীতি মেনে চলছিল কালিয়াত্তাম উৎসব। বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে অন্যান্য বছরের মতোই মন্দির চত্বরে ভিড় করেছিলেন শয়ে শয়ে ভক্ত। এমন সময়ে বিরাট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মন্দির চত্বর। আগুন লেগে যায় মন্দিরের একাংশে।
বিস্ফোরণের ঘটনায় আহত হন প্রায় 150 জন পুন্যার্থী। তড়িঘড়ি তাদের সকলেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। সকলকেই 24 ঘন্টার নজরদারিতে রাখা হয়েছে। এদিকে মন্দিরে বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পুলিশ কর্তারা। আগুন নেভাতে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনও।
কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল মন্দিরে?
স্থানীয় সূত্রে খবর, মন্দির লাগোয়া একটি গুদাম ঘরেই তৈরি হতো নানান ধরনের আতশবাজি। এছাড়াও গোটা মন্দির চত্বরজুড়ে বাজির প্রদর্শনী করা হয়েছিল কর্তৃপক্ষের তরফে। ধারণা করা হচ্ছে, সম্ভবত সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে গুদাম ঘরে। ফলত, বাজির কারখানায় আগুন লাগা থেকে ঘটেছে এই ভয়াবহ বিস্ফোরণ। তবে কীভাবে আগুন লাগল, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি প্রশাসনের তরফে। যদিও মন্দিরে বিস্ফোরণের ঘটনায় কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছেন সিংহভাগই।
আরও পড়ুন: ইজরায়েলের হামলায় কেঁপে উঠল লেবাননের মাটি, 24 ঘন্টায় নিহত 60