মহানগর ডেস্ক: কৃষকদের অন্নদাতা বলা হয়ে থাকে আমাদের দেশে এবং প্রধানমন্ত্রী সকল কৃষক বন্ধুদের বা আমাদের সকলের অন্নদাতাদের জন্য এই কথা মাথায় রেখে নিয়ে এসেছে কিষান সন্মান নিধি প্রকল্প। ভারত সরকারের তরফে এই প্রকল্পে দীপাবলির আগে ঘোষণা করা হল আর্থিক সাহায্য বা ভাতা বৃদ্ধির কথা।এই প্রকল্পে বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে।
তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয় এই টাকা।এই কিস্তির টাকা কৃষকদের একাউন্টে ঢুকে যাবে এবার দীপাবলি বা কালীপুজোর আগেই। তবে কৃষকদের একাউন্টে ঢুকবে এবার আর ২০০০ ঢুকবে না। এবার দেওয়া হবে ৪০০ টাকা।
কিন্তু এই ৪০০০ টাকা দেওয়ার কারণ কি?
বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা বর্তমানে ভাল নয়। মোদী সরকার সেই পরিস্থিতি বদলাতেই চালু করেছে ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্প।’ কৃষকরা বছরে এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 6 হাজার টাকা আর্থিক অনুদান পান। তবে সূত্রের খবরে জানা গিয়েছে,কেন্দ্র সরকার সম্প্রতি এই আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে।মোদি সরকার ৪ হাজার টাকা করেছে এর আর্থিক পরিমাণ বাড়িয়ে।
কালীপুজোর বা দিওয়ালির সময় এই অনুদানের ১৫ তম কিস্তির টাকা ঢুকবে।সূত্রের খবরে জানা গিয়েছে, কৃষকদের একাউন্টে এর টাকা ঢুকতে পারে ১৫ নভেম্বর।এখনো পর্যন্ত 14টি কিস্তি ঢুকেছে কৃষকদের একাউন্টে।তারা এখন ১৫ তম কিস্তি পাওয়ার অপেক্ষ করছেন। ২ টো কিস্তির টাকা ঢুকেছে এবছর ২ হাজার করে। আর তৃতীয় কিস্তির টাকা ঢুকবে ৪০০০ টাকা।কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এবার চার হাজার টাকা করে পাবে কৃষক গোষ্ঠীরা।
উল্লেখ্য, E-KYC প্রক্রিয়া যে সকল কৃষকদের ব্যাঙ্ক একাউন্টে সম্পূর্ণ করা আছে এই কিস্তির অর্থ পাবেন কেবলমাত্র তারাই। অর্থাৎ,মোবাইল নম্বর এবং আধার নম্বর লিঙ্ক করা থাকতে হবে কৃষকদের ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে। নচেৎ,কিষান যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও টাকা ঢুকবে না একাউন্টে।