মহানগর ডেস্ক: বিতর্কিত মন্তব্যের জেরে হয়েছেন দল থেকে সাসপেন্ড। কিন্তু পরিস্থিতি তাতেও অশান্ত থেকে গিয়েছে। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে নূপুর শর্মাকে (Nupur Sharma)। হাওয়া এতটাই গরম যে কুয়েতের (Kuwait) সুপার মার্কেট পর্যন্ত তার আঁচ পৌঁছে গিয়েছে। ভারতীয় পণ্য (Indian products) সামগ্রী বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে সেই মার্কেট। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবির এই অপমান তাঁরা কোনওভাবেই মেনে নেবে না।
দিন কয়েক আগে বিজেপি নেত্রী নূপুর শর্মা হজরত মহম্মদের বিয়ে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। যার পর দেশের নানা প্রান্তে অশান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সব ধর্মকে সমান চোখে দেখে ভারতীয় জনতা পার্টি। ভারতের ইতিহাসে সব ধর্ম একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে। কোনও ধর্ম বা ধর্মীয় ব্যক্তির প্রতি অসম্মানজনক মন্তব্যকে প্রশ্রয় দেয় না দল। তারপরই রবিবার ৬ বছরের জন্য মিসেস শর্মাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।
আরও পড়ুন: বিজয় মালিয়া-নীরব মোদির ওপর নজর রাখলে ৩০ হাজার কোটি টাকা ফিরে আসতো: অভিষেক
কিন্তু তাতেও বিক্ষোভের রেশ রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁকে দেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা। অন্যদিকে কাতার, সৌদি আরব ও অন্যান্য দেশগুলি বিজেপি নেত্রীর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। কুয়েতের একটি সুপার মার্কেট থেকে বলা হয়েছে, সেখানে আর ভারতীয় পণ্য সামগ্রী রাখা হবে না।
পাশাপাশি আল-আরাদিয়া কো-অপারেটিভ সোসাইটি ভারতীয় চা ও চালের বস্তা থেকে শুরু করে মশলার প্যাকেট সমস্তকিছুই সাইড করে রেখেছে। বলা হয়েছে, ভারতীয় পণ্যকে গ্রহণ করা হবে না। প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন, ‘বিজেপি নেত্রীর মন্তব্যের ফলে আন্তর্জাতিক আঙ্গিনায় ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে’।