মহানগর ডেস্ক: অশোধিত তেলের দাম ফের বাড়ল বিশ্ব বাজারে।কাঁচা তেলের দর ব্যারেল প্রতি 2 ডলার পর্যন্ত বেড়েছে। কিন্তু মঙ্গলবার উত্তর প্রদেশ ও বিহারের মতো কয়েকটি রাজ্যে তা সত্ত্বেও পেট্রল-ডিজেলের দাম সামান্য কমেছে।যদিও দেশের প্রায় সর্বত্রই চারটি মহানগর-সহ জ্বালানির দর রয়েছে অপরিবর্তিত।
অশোধিত তেলের দরের উপর বিশ্ব বাজারে পেট্রল-ডিজেলের দাম নির্ভর করে অনেকাংশই। এদিন ব্যারেল প্রতি ৮০.০৬ মার্কিন ডলারে ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে। অন্যদিকে, WTI ক্রুড অয়েল মিলছে ৭৫.১৯ ডলার/ব্যারেল দরে।সামান্য বেড়েছে দু’টি কাঁচা তেলেরই দামই। এই দাম বৃদ্ধির ফলে মাথায় হাত পড়েছে আম জনতার। আবারঅ কি নতুন করে বাড়বে সোনালি তরলের দাম। এই নিয়েই বেড়েছ চিন্তা।
প্রসঙ্গত, প্রতিদিন সকাল ৬টা নাগাদ বিশ্ব বাজারে কাঁচা তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পেট্রল ও ডিজেলের দাম প্রকাশ করে। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সেখানে নয়ডা, লখনউ, পাটনা-সহ বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গিয়েছে দামের তারতম্য।পেট্রলের দাম লিটারে ৪ পয়সা ও ডিজেলের দাম লিটারে ৩ পয়সা বেড়েছে উত্তর প্রদেশের রাজধানীতে।লখনউয়ের পাম্পগুলিতে ৯৬.৪৭ টাকা/লিটার দরে পেট্রল ও ৮৯.৬৬ টাকা/লিটার দরে ডিজেল বিক্রি হচ্ছে।