বিক্রম ব্যানার্জী: বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছেন, এই খবর জানতে পেরেই অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। গ্রেফতার করা হয় 21 জন বাংলাদেশীকে। অভিযোগ, জাল ভারতীয় প্যান কার্ড ও আধার কার্ড বানিয়ে দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের পুনেতে বসবাস করছিলেন অনুপ্রবেশকারীরা। এছাড়াও বেশ কিছু ভুয়ো পরিচয় পত্রও পাওয়া গিয়েছে তাদের কাছে। ধৃতদের মধ্যে রয়েছে 15 জন পুরুষ, 4 জন মহিলা ও 2 জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। প্রত্যেকেই মহারাষ্ট্রের রঞ্জনগাঁও এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন।
পুলিশ হেফাজতে 21 বাংলাদেশী অনুপ্রবেশকারী
পুলিশ সূত্রে খবর, জাল পরিচয়পত্র বানিয়ে দীর্ঘদিন ধরে রঞ্জনগাঁও এলাকায় বসবাস করছিলেন অনুপ্রবেশকারীরা। গোপন সূত্রে খবর পেতেই সোমবার সেখানে পৌঁছে যান অ্যান্টি টেরোরিজম দল। হাতে নাতে পাকড়াও করা হয় 21 জন বাংলাদেশীকে। তারা কোনও রকম পাসপোর্ট ছাড়াই চোরা পথে সীমান্ত ছাড়িয়ে ভারতে প্রবেশ করেছিল। এসপি দেশমুখ জানান, 21 জন অনুপ্রবেশকারীর মধ্যে 9 জনই জাল আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে শ্রমিকের কাজ করছিলেন।
এটিএস জানিয়েছে, অভিযুক্তরা প্রায় 1 বছর ধরে অবৈধভাবে ভারতে রয়েছে। যদিও এই ঘটনার আগে মঙ্গলবার মুর্শিদাবাদের রানিতলার সাহেবনগর এলাকা থেকে 41 জন অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। আর সেই ঘটনার কিছু দিনের মধ্যেই ফের মহারাষ্ট্রের রঞ্জনগাঁও থেকে উদ্ধার 21 জন বাংলাদেশী। যেই খবরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলার রুজু হয়েছে। বর্তমানে আদালতের নির্দেশে 21 জনকেই 10 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: অভিবাসী সংখ্যা কমিয়ে আনবে কানাডা, নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত সরকারের