মহানগর ডেস্ক: জেলবন্দি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে পড়লো আরও বিপাকে। কলকাতা হাই কোর্টে এবার তাঁর বিরুদ্ধে নতুন মামলা দায়ের হল।সূত্রের খবর,এবার তাঁর ছাত্ররাই মানিকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন।অভিযোগ উঠেছে, অধ্যক্ষ হওয়ার যোগ্যতা না থাকার পরও তিনি কলকাতার আইন কলেজের অধ্যক্ষ হয়েছিল তিনি। এবার মামলা দায়ের হল এর বিরোধিতা করেই।
মানিক ভট্টাচার্য ১৯৯৮ সাল থেকে যোগেশচন্দ্ৰ চৌধুরী ল’কলেজের অধ্যক্ষ ছিলেন।কোনও কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অন্তত ১৫ বছর কোনও কলেজে অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হয়।অভিযোগ উঠেছে, এই নিয়ম মানা হয়নি মানিকের ক্ষেত্রে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই প্রশ্ন তুলেই মামলা দায়ের করা হয়েছে।শীঘ্রই শুনানির সম্ভাবনা ।
প্রসঙ্গত,প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলবন্দি।ইডি তাঁর স্ত্রী ও ছেলেকেও গ্রেপ্তার করেছিল।তবে,এবার মামলা দায়ের হল মানিকের বিরুদ্ধে নতুন করে।