মহানগর ডেস্ক, কলকাতা: কলকাতার মানুষের সফরের জন্যে অন্যতম যানবাহন মেট্রো রেল। মাটির নীচ দিয়ে ট্রেনের সুবিধা। যাতে করে ঘন্টা খানেক সফর কমিয়ে মিনিটে রূপান্তর করানো যায়। তবে এখন কলকাতা মেট্রো রেল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে। আগামী বছর থেকে হয়তো গঙ্গার নিচ থেকেও মেট্রো রেলের সুবিধা পাবেন যাত্রীরা। বর্তমানে মেট্রো রেলকে আরও নতুনভাবে সাজানো হচ্ছে। তবে এবার মেট্রোয় লম্বা সফরের জন্য যাত্রীরা ‘টম অ্যান্ড জেরি’ কিংবা ‘ছোটা ভীম’ দেখে সময় কাটাতে পারেন।
হ্যাঁ, যাত্রীদের মনোরঞ্জনের জন্য এ বার প্রতিটি কামরার ভিতরেই কার্টুন দেখানোর বন্দোবস্ত করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার থেকেই চালু হল এই ব্যবস্থা। এত দিন মেট্রোর ভিতর যে ডিসপ্লে বোর্ডে স্টেশনের নাম এবং সেটি কোন দিকে পড়বে, তা ম্যাপ করে দেখানো হত, এবার সেই বোর্ডেই দৃশ্যমান হবে কার্টুন। যাতে যেমনি ছোটরা বিনোদনের পাবেন, তেমনি বড়দেরও সময় কেটে যাবে, মূলত মেট্রোয় যাতায়াত করা স্কুলপড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, অন্যান্য যাত্রীদের একঘেয়েমিও কাটবে।
তবে আপাতত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া) পর্যন্ত চলা নর্থ-সাউথ মেট্রোতেই এই কার্টুন পরিষেবা মিলবে। তবে কার্টুনের পাশাপাশি, পরবর্তী স্টেশনের নামও ম্যাপ করে দেখানো হবে। সুতরাং এই কার্টুন পরিষেবায় দারুণ খুশি যাত্রীরা। যাত্রীদের মনোরঞ্জনের জন্য মেট্রোর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।