মহানগর ডেস্ক : এই মুহূর্তে সৌদি আরবের বালিতে ঘুরে বেড়াচ্ছেন কিং খান। যার ছবি এবং ভিডিও নিজেই দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। একই সঙ্গে সৌদি এবং সেখানকার মানুষদের ‘শুকরিয়া আদা’ করেছিলেন কিং খান। এবার সেখানেই শুটিং শেষ করে মক্কায় গেলেন কিং খান। এখানে উমরাহ করার একাধিক ফটো এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।
তবে মক্কা থেকে আবার জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভালে যাওয়ার কথা ছিল তার। ছবিতে রিদা এবং ইজার পড়ে রয়েছেন শাহরুখ। মুখ ঢাকা রয়েছে কালো মাস্কে। আশেপাশে রয়েছেন তার দেহরক্ষীরা। তবে ছবি সোশ্যাল মাধ্যমে আসতেই এক অনুরাগী মন্তব্য করেছেন,’ আমি এটা দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছি। আল্লাহ সব সময় আপনার পরিবার এবং আপনাকে রক্ষা করুক’। অপর একজন লিখেছেন,’ এই পূণ্য স্থানে যাওয়ার যে ইচ্ছে ওর ছিল বহুদিনের। আজ সেটা পূরণ হয়েছে দেখে ভালো লাগলো’।
উল্লেখ্য আমির খান থেকে দিলীপ কুমার একাধিক তারকাকে সেখানে ওমরাহ করতে দেখা গিয়েছে। কিং খান নিজেই সাক্ষাৎকারে একাধিকবার জানিয়েছিলেন তার হজে যাওয়ার লক্ষ্য রয়েছে। যদিও সময়ের অভাবে সম্ভব হয়নি। শুধু তাই নয় তার দুই ছেলেমেয়েরও ইচ্ছে রয়েছে এখানে আসার। তবে এদিন কিং খানকে একাই দেখতে পাওয়া গিয়েছে।