মহানগর ডেস্ক: অমানবিক! নৃশংসও বটে। এক অন্তঃসত্ত্বা মহিলাকে ( Pregnant Wife Raped) স্বামীর সামনে ধর্ষণের পর এবার মায়ের সামনে নাবালিকা মেয়েকে (Gang Raped Minor গণধর্ষণের ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। যা প্রশ্ন তুলে দিল হেমন্ত সোরেন সরকারের শাসনে থাকা ওই রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘরে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত পাঁচজনের মধ্যে দুজনকে আটক করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে। জানা গিয়েছে রবিবার দুমকার বাসিন্দা ওই নাবালিকা মায়ের সঙ্গে দেওঘরে এসেছিল একটি অনুষ্ঠানে।
দেওঘর থেকে অনুষ্ঠান দেখে ফেরার সময় মধুপুরে তাদের ওপর হামলা চালায় পাঁচ দুষ্কৃতী। সেখানে মায়ের সামনে নাবালিকাকে গণধর্ষণ করে ওই পাঁচজন। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার ওই নাবালিকার মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর দুজনকে আটক করা হয়। অভিযোগে নির্যাতিতার মা জানিয়েছেন দুটি মোটরবাইকে করে পাঁচজন তাদের রাস্তা আটকায়। তারপর তাঁর মেয়েকে জোর করে রাস্তার একধারে নিয়ে যায় তারা। দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ জানিয়েছেন নাবালিকার মা। মারধরের পর তার সামনেই মেয়েকে ধর্ষণ করে ওই পাঁচজন। দেওঘরের এসপি জানিয়েছেন নাবালিকার মেডিকেল টেস্ট করা হচ্ছে। রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করেছে। দুজনকে আটক করার পর বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্নের মুখে হেমন্ত সোরেন সরকারের আমলে নারী-নিরাপত্তা।