মহানগর ডেস্ক : সিবিআইয়ের নাম করে প্রতারণা! ফোনে পাতা ফাঁদে পা দিয়ে গায়েব ৪.৮ কোটি টাকা। জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তি একটি বহুজাতিক কোম্পানির প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর। তার কাছে ফোন করে বলা হয়েছিল তাইওয়ানের ঠিকানায় একটা প্য়াকেজ তাদের কাছে রয়েছে। সেখানে এমডিএমএ, পাসপোর্ট ও ক্রেডিট কার্ড রয়েছে বলে ফোনে দাবি করা হয়েছিল।
প্রতারকদের কাছে আগে থেকেই ওই ব্যক্তির যাবতীয় নথি জোগাড় করা ছিল বলেই ফোনে জানানো হয়। ফোন করে বলা হয়, ‘সিবিআই থেকে বলছি।’ এমনকি প্রতারিত ব্যক্তিকে হুমকি পর্যন্ত দেওয়া হয়,মুম্বই থানায় তার নামে অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গেই তাকে মাদক পাচার ও আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হতে পারে। তবে এখানেই শেষ নয়। ওই ব্যক্তিকে প্রতারকরা ভিডিয়ো কলিং অ্যাপ ডাউনলোড করতে বললে ব্যক্তিও সেই ইনস্ট্রাকশান ফলো করেন। এক ধাপ এক ধাপ করে এগোতেই শেষে স্পষ্ট হয় গোটা বিষয়টা।
উল্লেখ্য, ওই ব্যক্তিকে বোকা বানানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়। যে অ্যাপের কথা বলা হয়েছিল সেটি ছিল স্কাইপের অ্যাপ। সেখানে সিবিআইয়ের সেই ভুয়ো আধিকারিকরা ছিল।ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সংক্রান্ত তথ্য দেওয়া, ডেবিট কার্ডের নম্বর দেওয়া, সিভিভি নম্বর দেওয়ার জন্য় নির্দেশ দেওয়া হয়। এমনকী তার সম্পত্তি সংক্রান্ত কিছু নথিও তারা জেনে নেয় কৌশলে। এরপরই টাকা হাতিয়ে নিতে শুরু করে প্রতারকরা।