বিক্রম ব্যানার্জী: শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সামলাচ্ছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। এদিকে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা তা নিয়ে জল্পনা ক্রমশ বেড়েই চলেছে। এহেন আবহে বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লিগের মতো ফ্যাসিস্ট পার্টির কোনও জায়গা নেই।
ইউনূসের নিশানায় হাসিনার আওয়ামী লিগ
বাংলাদেশ হাসিনা জামানার কথা মনে করিয়ে মোহাম্মদ ইউনূস জানান, ‘অতীতে ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিবাদের সব রকম বৈশিষ্ট্য দেখিয়েছিল আওয়ামী লিগ। বাংলাদেশের জনগণের ভবিষ্যতের স্বার্থে দেশে হাসিনার দলের কোনও জায়গা নেই। প্রধান উপদেষ্টা বলেন, যখন হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ পার্টি ক্ষমতায় ছিল তখন জনগণের কোনও রকম স্বাধীনতা ছিল না। তারা জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থে দেশ চালিয়েছে। তবে আওয়ামী লিগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করবে না।
সেগুলি এক জোট হয়ে রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।’ এদিন ইউনূস আরও জানান, ‘ভারত সরকারের কাছে আপাতত তাকে ফেরানোর অনুরোধ জানানো হবে না। তবে পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা ঘোষণা হলে বন্দী বিনিময় চুক্তি আওতায় তাকে ফিরিয়ে আনা হতে পারে।’ এমনকি ভারতের তরফে যথাযথ সহযোগিতা না পাওয়ার আভাস দিয়ে দুই দেশের সম্পর্ক ঠিক করার কথাও বলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনূস।
আরও পড়ুন: টিকটকের প্রতিষ্ঠাতা এখন চিনের সবচেয়ে ধনী ব্যাবসায়ী, সম্পদের পরিমাণ জানলে চমকে যাবেন