বিক্রম ব্যানার্জী: খলিস্তানি জঙ্গি সুখদল সিং ওরফে সুখা দুনের খুন থেকে শুরু করে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যু, বলিউড স্টার সলমান খানকে প্রাণে মেরে ফেলার হুমকি এবং দশমীর রাতে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁঝরা সহ আরও একাধিক অপরাধমূলক কাজে যার নাম জড়িয়েছে তিনি হলেন ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যদিও প্রতিটি অপরাধের কথা নিজের মুখে স্বীকার করেছেন এই তরুণ গ্যাংস্টার। কাজেই বর্তমানে জেলে বসে একের পর এক খুনের ছক কষা এই গ্যাংস্টারকে নিয়ে আলোচনার পারদ তুঙ্গে উঠেছে। কিন্তু যার নাম শুনতেই কেঁপে উঠছে ভারতবাসীর বুক তার আসল পরিচয় কী? রইল বিস্তারিত।
কে এই লরেন্স বিষ্ণোই?
প্রায় 700 জনেরও বেশি সদস্য নিয়ে গড়ে ওঠা দুষ্কৃতী গ্যাংয়ের মাস্টার মাইন্ড লরেন্স বিষ্ণোইয়ের জন্ম পাঞ্জাবের ফিরোজপুর জেলার ধত্তারনওয়ালি গ্রামে। প্রথম দিকে এই গ্যাংস্টার মোটেও কুখ্যাত ছিলেন না। হরিয়ানা পুলিশে চাকরি করতেন লরেন্সের বাবা। পৈত্রিক সম্পত্তিও ছিল কয়েক কোটি টাকার। কাজেই লরেন্স যে ছোটবেলায় সচ্ছল অবস্থার মধ্য দিয়ে বড় হয়েছেন এ কথা বলাই যায়। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করা লরেন্সের অন্ধকার জগতের সূত্রপাত হয়েছিল রাজনীতিতে পা রাখার পর থেকেই। যদিও লরেন্সের হিংস্রতা প্রকাশ্যে আসে তার স্কুল জীবনের প্রেমিকাকে জীবিত জ্বালিয়ে দেওয়ার পরই। লরেন্সের বিরোধী গোষ্ঠী তার ওপর শত্রুতা থেকেই ছোটবেলার প্রেমিকাকে জনসমক্ষে জ্বালিয়ে দিলে ক্ষোভ পুঞ্জিভূত হতে থাকে তরুণ গ্যাংস্টারের।
এরপর থেকে বহুবার লরেন্সের বিরুদ্ধে বিরোধীদের মারধর করার অভিযোগ ওঠে। এছাড়াও তাকে বেশ কয়েকবার প্রকাশ্যে গুলিও চালাতেও দেখা গিয়েছিল।। অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকতে থাকতেই একটা সময় অন্ধকার জগতকে নিজের পছন্দ বানিয়ে ফেলেন লরেন্স বিষ্ণোই। তারপর আর পিছন ফিরে দেখা হয়নি। 1998 সালে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের সময় সালমান খানের বিরুদ্ধে 2টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। যা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সম্প্রদায় বিরুদ্ধে। এরপরই সলমান খানকে মারার জন্য উঠে পড়ে লাগেন লরেন্স। খুনের হুমকি মিশ্রিত ফোন কলও আসে বলিউড অভিনেতার বাড়িতে। যদিও সেখানেই থেমে থাকেনি এই গ্যাংস্টার। 2022 সালের মে মাসে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা কে হত্যা থেকে শুরু করে সদ্য প্রয়াত বাবা সিদ্দিকিকে খুন, সবেতেই নিজের ছাপ রেখেছেন লরেন্স।
প্রসঙ্গত, জেলে বসে একের পর এক অপরাধমূলক কাজ করছেন লরেন্স বিষ্ণোই। যা প্রকাশ্যে আসতেই ভয় কেঁপে উঠছেন সকলে। এদিকে বলিউড স্টার সলমান খানকে খুনের হুমকির পর থেকেই অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তবে এর মধ্যেও ভয় ধরাচ্ছে লরেন্স। সূত্রের খবর, ফের বলিউড অভিনেতাকে খুনের হুমকি বার্তা পাঠানো হয়েছে লরেন্স গ্যাংয়ের তরফে। তবে এবার সেই হুমকি পৌঁছেছে মুম্বই পুলিশের কাছে। সম্প্রতি 5 কোটি টাকা দাবি করে মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে সলমান খানকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন লরেন্স গোষ্ঠী। অজানা নম্বর থেকে আসা সেই বার্তায় এও বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে 5 কোটি টাকা না পেলে বাবা সিদ্দিকির মতো অবস্থা হবে সলমানের। যেই খবর সামনে আসতেই যথেষ্ট বেগ পেতে হচ্ছে মুম্বই পুলিশকে।
আরও পড়ুন: এই যোগ্যতা থাকলেই গুগলে চাকরি করতে পারবেন, জানালেন সুন্দর পিচাই